কলকাতা: বর্তমানে চর্চায় অল্লু অর্জুন (Allu Arjun)। তাঁর ছবি 'পুষ্পা ২' এর স্পেশাল স্ক্রিনিংয়ের সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এক রাত জেলেও ছিলেন অল্লু অর্জুন। পরের দিন তিনি জামিনে মুক্ত হন। কিন্তু এখানেই শেষ হয়নি তাঁর আইনি জটিলতায়। অল্লু অর্জুনের নামে আদালতে কেস চলছে। এর মধ্যেই তাঁকে পুলিশ হাজিরা দেওয়ার জন্যও ডেকে পাঠিয়েছিল। ৪ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অল্লু অর্জুনই প্রথম নয়, এক বলিউড সুপারস্টারের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। তাঁর ছবি প্রচারের সময় একজন লোকের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাঁকে আটক করা হয়েছিল। সেই সুপারস্টার আর কেউ নয়, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। 


শাহরুখ খানের ছবি 'রইস'-এর সময়ে ঘটেছিল এই ঘটনা। সানি লিওন ও শাহরুখ খান 'রইস' ছবির প্রচারে ভদোদরা স্টেশনে আসেন ট্রেনে চড়ে। তাঁদের ছবির প্রেক্ষপট ছিল গুজরাত। সেই কারণেই শাহরুখ ও সানি লিওন গিয়েছিলেন ভদোদরা স্টেশনে ছবির প্রচারে। ট্রেন কখন আসবে সেই অপেক্ষায় স্টেশনে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢোকে। শাহরুখ প্ল্যাটফর্মে নামেননি। তিনি ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে কেবল জনতার দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন ও মাইকে প্রচার করেছিলেন এই ছবিটি দেখার জন্য। কিন্তু শাহরুখ খানকে একবার কাছ থেকে দেখার জন্য ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি পড়ে যায়। ফারিদ খান নামে এক ব্যক্তি পড়ে গিয়ে মারা যান। তবে শুধু সেই ব্যক্তিই যে মারা যান তা নয়, একাধিক পুলিশ অফিসার ও সাধারণ মানুষও আহত হন। আইপিসির সেকশন ৩৩৬, ৩৩৭ ও ৩৩৮ ও ৩০৪এ, ধারায় মামলা রুজু হয়েছিল শাহরুখের নামে। ভদোদরার একজন যুব কংগ্রেস নেতা শাহরুখের নামে মামলা করেছিলেন ওই ঘটনার ৫ মাস পরে। কেবল শাহরুখ নয়, তিনি মামলায় জড়িয়েছিলেন ওই ছবির নির্মাতাদেরও। এই ঘটনায় শাহরুখ খান ও ছবির নির্মাতাদের গুজরাত কোর্টে হাজিরা দিতে বলা হয়। অভিযোগ ছিল, শাহরুখ জনতার দিকে স্মাইলি বল ও টি শার্ট ছুঁড়ছিলেন। সেটা নেওয়ার জন্যই হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনা পড়ে সুপ্রিম কোর্ট অবধি গড়ালেও শেষমেষ তা রিজেক্ট হয়ে যায়। 


আরও পডুন: Uorfi Javed: কখনও প্লাস্টিক, কখনও গাছপালা.. কেন এমন সব অদ্ভুত পোশাক পরেন উরফি জাভেদ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।