কলকাতা: চলতি বছরে একটা বড় কাজ নিয়ে আসতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, এই খবর তো সবারই জানা। সেই কাজ অভিনেতা দেব-কে নিয়ে। রঘু ডাকাত। সেই কাজের মহরত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুরু হয়ে গিয়েছে তোড়জোড় ও। তবে শোনা যাচ্ছে, কেবল এই একটি কাজই নয়। চলতি বছরে একাধিক কাজ নিয়ে আসতে চলেছেন ধ্রুব। তাঁর সোনাদা সিরিজের নতুন একটি গল্প ফিরছে এই বছরেই। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সোনাদা সিরিজ ও বেশ জনপ্রিয়। এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেন আবির চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, ফের আরও একটি নতুন গল্প নিয়ে আসতে চলেছেন ধ্রুব।
এবারের গল্পের নাম হতে চলেছে 'সপ্ত ডিঙার গুপ্তধন'। এবার রহস্য হবে আরও বড়। সোনাদা, আবির আর ঝিনুক মিলে খুঁজবে নতুন গুপ্তধন। হিসেব মতো এই বছর জোড়া কাজ ধ্রুব-র হাতে। তিনি সাধারণত একটি ছবির কাজ শেষ না করে অন্য ছবির কাজে হাত দিতে চান না। তবে এই বছর বিশেষ করে ছোটদের জন্য নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। তাঁর এক হাতে রঘু ডাকাত, অন্য হাতে সোনাদা।
জানা যাচ্ছে, সোনাদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ঝিনুকের ভূমিকায় থাকছেন ইশা সাহা (Ishaa Saha)। আর আবিরের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। এই তিন মূর্তিকেই ফের দেখা যাবে নতুন গল্পের রহস্য সমাধানে।
অন্যদিকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন। অনেকদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল এই ছবির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। আর আজ হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই হাজির থাকলেন ছবির প্রায় সব কাস্টিং। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই।
তবে কেবল সোহিনী ও ইধিকাই এই ছবির চমক নন, এই ছবির অন্যতম চমক হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) ও রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরতে চলেছেন রূপা। তবে তাঁকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।