চেন্নাই: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও তিন সপ্তাহের অধিক সময় বাকি। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বরাবরই তাড়াতাড়িই নিজেদের অনুশীলন শুরু করে ফেলে। এবারেও তার অন্যথা হয়নি। বুধবারই, মহেন্দ্র সিংহ ধোনিসহ সিএসকের একাধিক তারকা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। অনুশীলনও শুরু করে দিয়েছে হলুদ ব্রিগেড। সেই অনুশীলন সেশনেই দেখা মিলল আর অশ্বিনের।


তামিলনাড়ুর ঘরের ছেলে আর অশ্বিনের শুরুটা হয়েছিল এই চেন্নাই সুপার কিংস থেকেই। কিন্তু তারপর বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার সফরে বহু আগেই সিএসকেকে বিদায় জানিয়ে ছিলেন তিনি। এক দশক পর সেই সিএসকেতেই আবার নস্টালজিক প্রত্যাবর্তন ঘটালেন অশ্বিন। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের প্রত্যাবর্তনের ভিডিওটি সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়েছে।


 



 


অশ্বিন ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই সিএসকে জার্সিতে নিজের আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন। ঘটনাক্রমে, ২৩ মার্চ সেই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারে আইপিএল অভিযান শুরু করবে সিএসকে। সব ঠিকঠাক থাকলে পল্টনদের বিরুদ্ধেই কিন্তু হলুদ ব্রিগেডের হয়ে নিজের দ্বিতীয় অভিষেক ঘটাবেন অশ্বিন।


এই ম্যাচে কিন্তু মুম্বইয়ের হয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়কত্ব করতে দেখা যাবে না। কিন্তু কেন? কারণ এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। 


আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাঁর অবর্তমানে রোহিত শর্মার কিন্তু ফের একবার পল্টনদের নেতৃত্ব দেখা যেতে পারে।


তবে এই ম্যাচে কিন্তু নিঃসন্দেহেই অশ্বিনের দিকে নজর থাকবে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএসকের সঙ্গে সফরে অনেক মিষ্টিমধুর সময় কাটিয়েছেন অশ্বিন। ৩৮ বছর বয়সি তারকা সিএসকের সঙ্গে নিজের দ্বিতীয় ইনিংসেও কিন্তু এর পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই মাঠে নামবেন। তিনি সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়।  


আরও পড়ুন: অতীতে ছিলেন কোহলিদের দলের অংশ, আইপিএল শুরুর আগেই আরসিবি প্রাক্তনী যোগ দিলেন সিএসকেতে