কলকাতা: এই ছবির নাম শুনলেই তো বাঙালিদের মনে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম। তবে নাহ.. এই ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নয়, টলিপাড়ার একেবারে নতুন এক জুটিকে নিয়ে। সোহিনী সরকার (Sohini Sarkar) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। দিব্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'অমর সঙ্গী'। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। প্রেমের সঙ্গে সঙ্গে এই ছবিতে আছে ভূতের গল্পের ছোঁয়াও! বলাই যায়, এটি একটি হরর কমেডি। ড্রিমস অন সেল প্রযোজিত এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স এর সহ প্রযোজনায় নির্মিত অমর সঙ্গী বড় পর্দায় আসছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৩১শে জানুয়ারী।
এই পোস্টার নিয়ে ছবির পরিচালক দিব্য বলছেন, 'এই ছবিটার ঘোষণা করতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই সিনেমার শ্যুটিংটা ছিল ভীষণ মজার। মনে হত, কাছের কিছু বন্ধুবান্ধবেরা মিলে যেন পিকনিক করছি, ছবির শ্যুটিং নয়। এটাই আমার প্রথম বাংলা ছবি। সোহিনী আর বিক্রম দুজনের সঙ্গেই আমার দীর্ঘদিন ধরে পরিচয়। আর অভিমুন্য, এই ছবির সিনেমাটোগ্রাফার তো আমার হাইস্কুলের বন্ধু। মুম্বইতে আমরা একই বিল্ডিংয়ে থাকি। একটা মিষ্টি মজাদার প্রেমের গল্প, দুটো মানুষের প্রেম, খুনসুটি, মজা এই সবটা নিয়ে 'অমরসঙ্গী' গল্পটা। দিব্য আরও বললেন, 'এই ছবিটা রাসবিহারী, দেশপ্রিয় পার্কের মতো লোকেশনে শ্যুটিং হয়েছে। আমি মুম্বই থাকতে কলকাতার রাস্তার খাবারগুলো ভীষণ মিস করতাম। এই ছবিটার শ্যুটিং করতে করতে যেন আমার সেই আগের জীবনটায় ফিরে গিয়েছিলাম। ছবিটা যেন আমাকে আমার বাড়ির কথা মনে করিয়ে দিল।'
এই ছবিটি নিয়ে সোহিনী সরকার বলছেন, 'আমি এই ছবিটা করতে যে জন্য রাজি হয়েছিলাম, সেটা চিত্রনাট্যের জন্যই। এই ছবিটায় বিক্রমের সঙ্গে প্রথমবার কাজ করলাম। অনেকদিন পরে একটা প্রেমের গল্পে অভিনয়ের সুযোগ পেলাম। টিমের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই ভাল হয়ে গিয়েছিল যে রোজ শ্যুটিং শেষ করে আমরা বাড়ি না ফিরে গল্প করতাম।' এই ছবি নিয়ে বিক্রম বলছেন, 'হরর আর রোম্যান্সের একটা সুন্দর মিশেল রয়েছে বলেই এই চিত্রনাট্যের জন্য রাজি হওয়া।' নিজের কেরিয়ারে 'শেষ পাতা'-র মতো গম্ভীর ছবিতে অভিনয় করেছেন বিক্রম। আবার 'পারিয়া'-র মতো অ্যাকশন ফিল্মেও নজর কেড়েছেন তিনি। 'শহরের উষ্ণতম দিনে'-র মতো রোম্যান্টিক ছবিও রয়েছে তাঁর ঝুলিতে। আর এবার 'অমরসঙ্গী'-র মতো ছবিতে তাঁকে দেখার অপেক্ষায় দর্শকেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।