মুম্বই: সুনীল দত্ত-নার্গিস, দিলীপ কুমার-মধুবালা, অমিতাভ বচ্চন-রেখা, রাজেশ খন্না-মুমতাজ। বলিউড পেয়েছে দুর্দান্ত সমস্ত জুটিকে। পর্দার সব 'নায়ক'কেই মানায় অন্য 'নায়িকা'র সঙ্গে। তা সত্বেও দর্শকের মন তাঁদের মধ্যে বেছে নেয় সেরা দুজনকে। তৈরি হয় জুটি চিরকালীন। আর বলিউডে বোধহয় শেষ সেরা জুটি তৈরি হয় শাহরুখ খান এবং কাজল। তা 'বাজিগর'ই হোক কিংবা 'কুছ কুছ হোতা হ্যায়'। 'কভি খুশি কভি গম'ই হোক অথবা হালের 'দিলওয়ালে'। শাহরুখ-কাজলের জুটিতে মুগ্ধ হয়ে থেকেছে আপামর দর্শককূল। কিন্তু শাহরুখ খান তো শুধু কাজলের সঙ্গেই ছবি করেননি। মাধুরী দীক্ষিত থেকে রানি মুখোপাধ্যায়। সোনালি বেন্দ্রে থেকে হালের দীপিকা পাড়ুকোন। কিং খানের পর্দার নায়িকারা বদলেছেন। কিন্তু রোম্যান্সের বাদশা শাহরুখ খান এক এবং অদ্বিতীয় থেকে গিয়েছেন। ছবির তালিকা হিসেব করতে গেলে দেখা যায় শাহরুখ এবং কাজল নয়, বরং, জুহি চাওলার সঙ্গে তাঁর ছবির সংখ্যাটাও অনেক বেশি। সেটা 'রাজু বন গয়া জেন্টলম্যান' হোক কিংবা 'ডর'। 'ইয়েস বস' হোক কিংবা 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী'। এই দুজনকেও দর্শক আপন করে নিয়েছে।


জুহি চাওলার দিক থেকে দেখতে গেলে তিনিও নয়ের দশকের তথাকথিত সব অভিনেতাদের সঙ্গেই জুটি বেঁধে ছবি করেছেন। গোবিন্দা থেকে আমির খান, অক্ষয় কুমার থেকে সলমন খান। পর্দায় নায়কের অভাব হয়নি জুহিরও। কিন্তু, শাহরুখ এবং জুহি চাওলা যখন এক জায়গায় হয়েছেন, পর্দায় তৈরি হয়েছে রোম্যান্সের এক অনন্য কেমিষ্ট্রি। যা দর্শককে অনুভব করিয়েছে এ প্রেম যেন তাঁদেরও। হলুদ সর্ষে ক্ষেত নয়, বৃষ্টিতে নাচও নয়। শাহরুখ-জুহি পর্দায় অনেক বেশি মিষ্টি। যাতে ছিল ছোট ছোট হাসির অনুভূতিও। যে ছবি দিয়ে কমবয়সী শাহরুখ বলিউডে নিজেকে 'জেন্টলম্যান' হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সেই 'রাজু বন গয়া জেন্টলম্যান'-এ যখন ফাটা জুতো নিয়ে শাহরুখ হাঁটেন, আর জুহি চাওলার সঙ্গে তাঁর কথপোকথন হয়, দর্শক মনে করে, এ তাঁদেরই জীবন। যখন অফিসের বসের দিকে শাহরুখ খান চরিত্রের খাতিরে আকৃষ্ট হন, জুহির চোখে নিজেদের খুঁজে পেয়েছে এ দেশের মেয়েরা। দুজনের ছবির অনেক ডায়লগ হয়তো মনে রাকথে পারে না দর্শক। কিন্তু দুজনের তৈরি করা বহু দৃশ্য আজও ভুলতে পারে না বলিউডপ্রেমীরা। 


শাহরুখ এবং জুহি তাই একে অপরের শুধুমাত্র সহ অভিনেতা হয়েই থাকলেন না। পর্দায় দুজনের রসায়নের মতোই বাস্তব জীবনেও এই রসায়নে কোনও তাল কাটেনি। দুজনে মিলে তৈরি করেছেন কোম্পানি। দুজনে মিলেই আইপিএলের দল চালান আজও। সহকর্মী থেকে দুজন হয়ে উঠেছেন একে অপরের খুব প্রিয় বন্ধু। তাই আজ যখন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে পড়েন, তখন এক মুহূর্তও দেরি হয় না জুহি চাওলার তাঁদের পাশে দাঁড়াতে। আরিয়ানের জামিনের বন্ডেও সই করেছেন জুহি চাওলা। তাই শাহরুখ-কাজল নিয়ে মাতামাতিটা হয়তো চিরকালই একটু বেশি হবে। তা হোক। শুধু ভুলে গেলে চলবে না, পর্দায় এবং পর্দার বাইরে শাহরুখ - জুহির জুটি কিন্তু ব্লকবাস্টার হিট।