মুম্বই: সম্প্রতি সেফ আলি খানের কন্যা সারা আলি খান বলিউডের তারকা সন্তানদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বলিউডে পাও রাখতে চলেছেন অল্প কিছুদিনের মধ্যেই। এরমধ্যে আলোচনার কেন্দ্রে তাঁর ব্যক্তিগত জীবনও।
প্রথমে শোনা গিয়েছিল সারা প্রেম করছেন রাজনীতিবিদ সুশীল কুমার শিন্দের নাতি ভীর পাহারিয়ার সঙ্গে। কিন্তু গল্পে আরও একটু টুইস্ট বাকি ছিল। জানা গিয়েছে বীর নয়, সারার এখন নতুন প্রেম ঈশান। ঈশান খট্টরের পরিচয় হল, তিনি সারার সৎ মা করিনা কপূর খানের প্রাক্তন প্রেমিক শাহিদ কপূরের ছোট ভাই।
সূত্রের খবর, শাহিদের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেই রয়েছেন সারা। শোনা গিয়েছিল কর্ণ জোহরের ধর্ম প্রডাকশনের ব্যানারে সারা-ঈশানের বলিউডে পা রাখারও কথা ছিল। কিন্তু সেবিষয় এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে এই সম্পর্কের বিষয় সারার সৎ মা কি প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে করিনা যথেষ্ট খোলা মনের মানুষ। হয়তো এই সম্পর্ক তিনি মেনেও নেবেন।
বীর পাহারিয়া নয়, সেফ কন্যা সারা প্রেম করছেন শাহিদের ভাই ঈশান খট্টরের সঙ্গে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2017 09:37 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -