বেঙ্গালুরু: এক কিংবা দুই নয়, টানা ১৬ বছর। প্রত্যেকবারই তারকাসমৃদ্ধ দল গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে দলের হয়ে বিরাট কোহলি, ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাক কালিসের মতো মহাতারকারা খেলেছেন, খেলছেন। কিন্তু ট্রফির দেখা নেই। আইপিএলে আরসিবির সাফল্যের ঝুলি শূন্য।


ভাগ্যবদলের খোঁজে এবার কোচ পাল্টে ফেলল আরসিবি। তাদের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন ও প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের চুক্তির মেয়াদ ফুরিয়েছিল। তা আর নবীকরণ করা হয়নি। তখন থেকেই জল্পনা চলছিল যে, এবার কি তবে কোহলি-মহম্মদ সিরাজ়দের কোচ হিসাবে নতুন কাউকে দেখা যাবে ?


সেই জল্পনাই সত্যি হল। আরসিবির কোচ করা হল জ়িম্বাবোয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে। আপাতত ৩ বছরের চুক্তি হয়েছে কিংবদন্তি ব্যাটারের সঙ্গে। 


গত আইপিএলে প্লে অফে উঠতে পারেনি আরসিবি। চার মরশুম পর। তারপরই ফ্লাওয়ারকে আনা হল। আরসিবিতে ফের দেখা যাবে কোচ ফ্লাওয়ার ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি যুগলবন্দি। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসে দুজনে একসঙ্গে ছিলেন কোচ ও অধিনায়ক হিসাবে।


গত মরশুম পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের দায়িত্বে ছিলেন ফ্লাওয়ার। সেখানে মেন্টর হিসাবে ছিলেন গৌতম গম্ভীর। তবে গম্ভীর পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসাবে যোগ দেবেন বলে জোর জল্পনা চলছে। সেটা যদি সত্যিই হয়, তাহলে কে এল রাহুলদের লখনউ সুপার জায়ান্টসের কোচিং স্টাফ হিসাবেও নতুন মুখ দেখা যাবে।


 






দায়িত্ব নিয়ে ফ্লাওয়ার বলেছেন, 'আরসিবি পরিবারে যোগ দিয়ে গর্বিত। ওদের মাপের একটা ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিতে পেরে আমি উৎফুল্ল। দুর্দান্ত  সমস্ত সমর্থক রয়েছে দলে। আরসিবি শিবিরে যোগ দিয়ে ভীষণ খুশি।'                                                       


আরও পড়ুন: ABP Exclusive: লালবাজারে বৈঠক, কাল আসছেন বোর্ড ও ICC-র প্রতিনিধিরা, ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম কমবে?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন



https://t.me/abpanandaofficial