কলকাতা: আজ টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) জন্মদিন। বাবাকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে দারুণ একটি ছবি পোস্ট করেন তাঁর ছেলে ও অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সেই পোস্ট শেয়ার করে পরিচালক কী লিখলেন?
বাবাকে শুভেচ্ছা উজানের
বাবা ছেলের একটি ক্যান্ডিড মুহূর্ত ফ্রেমবন্দি। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। লিখলেন, 'হাজার হাজার সাদা বন্ড পেপার তোমার পার্কার পেনের কালো কালির অপেক্ষায় বসেই থাকে। সামনে দীর্ঘ পথ, ইকির-মিকির লিখে-টিখে, অল্পসল্প-গল্পটল্প বলতে-টলতে হবে। কিন্তু একা নয়। আমায় তোমার 'বেটু' বলো বা তোমার সহযোদ্ধা, একসঙ্গেই যুক্তাক্ষরের মতো গায়ে লেগে থেকে আঁকব অনেক নতুন নতুন ছায়া ও ছবি। শুভ জন্মদিন বাবা।'
এই পোস্ট শেয়ার করে 'বার্থডে বয়' কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'নিজের কোলে একটা বন্ধুকে বড় করার সৌভাগ্য কজনের ভাগ্যে জোটে? বেটু, চ' মন দিয়ে মাথা উঁচু করে বাঁচি আমরা তিনজন, আর 'ছবি-টবি বানাই-টানাই'।'
উজানের পোস্টে শুভেচ্ছার বন্যা। বাদ পড়ল না কৌশিক গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা পোস্টও। বাবা-ছেলের বন্ধুত্বের নিদর্শন ফের দেখল নেটিজেনরা।
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele) যেখানে অভিনয় করেছিলেন উজান। দর্শক থেকে সমালোচক, সকলেই প্রশংসা করেছিলেন এই ছবির।
চলতি বছরেই মুক্তি পেয়েছে কৌশিক পরিচালিত অপর ছবি 'অর্ধাঙ্গিনী' (Ardhangini)। চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও কৌশিক সেন অভিনীত এই ছবি বক্স অফিসে ভালই সাফল্য লাভ করেছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিবারের ছোটখাটো মুহূর্ত থেকে বড় সাফল্য প্রায়ই ভাগ করে নেন কৌশিক, চূর্ণী ও উজান। তাঁরা নিজেদের আনন্দে সামিল করতে চান অনুরাগীদেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন