মুম্বই: বাচ্চাদের রিয়েলিটি শো নিয়ে চলচ্চিত্র পরিচালক সুজিৎ সরকারের সঙ্গে একমত নন অভিনেতা টাইগার শ্রফ। তাঁর মতে, এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাচ্চারা জীবনের লক্ষ্য খুঁজে পায়। তাই বাচ্চাদের রিয়েলিটি শো বন্ধ করা উচিত নয়।

গতকাল সুজিৎ ট্যুইট করে বলেন, শিশু প্রতিযোগীদের নিয়ে হওয়া রিয়েলিটি শো বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে টাইগার বলেছেন, ‘বাচ্চাদের রিয়েলিটি শো মোটেই খারাপ নয়। এর ফলে বাচ্চারা তাদের অফুরন্ত উদ্দীপনা কাজে লাগাতে পারে। অল্প বয়স থেকেই তারা জীবনের দিশা খুঁজে পায়। তাই এটা চলুক।’

তবে টাইগার একইসঙ্গে বলেছেন, তাঁর ব্যক্তিগত মতামতের বিষয়ে কারও সঙ্গে লড়াইয়ে যেতে চান না। তিনি মনে করেন, বাচ্চাদের জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য শিক্ষাই সব নয়। তার সঙ্গে অন্যান্য বিষয়গুলিরও চর্চা দরকার।

সম্প্রতি টাইগার বলেছেন, তিনি দেশজুড়ে মার্শাল আর্ট অ্যাকাডেমি খুলবেন। নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘মুন্না মাইকেল’ ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফের পুত্রকে। এই ছবিতে একটি গানের দৃশ্যে নাচতে দেখা যাবে নওয়াজউদ্দিনকে।