জেরুসালেম:  ইজরায়েলের মাটি ভারতের প্রধানমন্ত্রী ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সেখানে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এবার যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক মঞ্চে প্রচারের জন্যে মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারত-ইজরায়েল সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। এমনকি যোগই বিশ্বের এই দুই গণতন্ত্রকে যে এক সূত্রে বেধে রেখেছে, সেকথাও বলতে ভোলেননি ইজরায়েলের রাষ্ট্রপ্রধান।

ভারতের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই ক্রিয়াকর্ম প্রসঙ্গে মোদীর উচ্ছ্বাস-উদ্দীপনাও যথেষ্ট প্রশংসনীয় বলে গতকাল মোদীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন নেতানিয়াহু। এরপরই তিনি বলেন, মোদীর কথায় তিনি প্রাথমিক স্তরে যোগ ব্যায়াম শুরু করেছেন। তদা আসন দিয়ে শুরু করেছেন তিনি। যার জন্যে তিনি সকালে উঠে ডান দিকে মাথা ঘোরালেই প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে দেখতে পান। মোদী যখন বশিষ্ঠ আসন করেন, তখন বাঁদিক ঘুরলেই প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইজরায়েলকে দেখা যায়। তাই সেদিক দিয়ে দেখতে গেলে এই দুই রাষ্ট্র আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, মন্তব্য নেতানিয়াহুর।

গতকালই মোদী তিন দিনের ইজরায়েল সফরে গিয়েছেন। আজ এই সফরের দ্বিতীয় দিন।