অভিষেক বচ্চনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক
Web Desk, ABP Ananda | 07 Feb 2018 05:32 PM (IST)
মুম্বই: অনুপম খেরের পর এবার অভিষেক বচ্চন। বলিউডের আরও এক অভিনেতার ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। তাঁর অ্যাকাউন্টে তুরস্কের জাতীয় পতাকার ইমোজি এবং তুরস্কের ভাষা ও ইংরাজিতে একাধিক ট্যুইট করা হয়। তুরস্কের পাকিস্তানপন্থী সাইবার গ্রুপ আয়লিদিজ টিম অভিষেকের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল বলে জানা গিয়েছে। অভিষেকের প্রোফাইলের নামও বদলে দেওয়া হয়। ট্যুইটারের সাহায্যকারী দলের পক্ষ থেকে জানানো হয়, অভিষেকের অ্যাকাউন্টের সমস্যা মিটিয়ে ফেলা হবে। সেইমতো অ্যাকাউন্টটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। গতকাল অনুপম, পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদী, বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর অ্যাকাউন্টও হ্যাক করে তুরস্কের এই দলটি।