মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে করোনাভাইরাস জনিত সংকটে দুর্গত ৩,৪০০ পরিবারকে অন্নদানের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিষেক কপূর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কপূর। প্রজ্ঞার সংস্থা এক সাথ-এর মাধ্যমে সুশান্তের স্মৃতিতে এই পদক্ষেপের কথা তাঁরা জানিয়েছিলেন। এবার সেই উদ্যোগে সামিল হলেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। তিনি আরও ৫৫০ পরিবারকে অন্নদানের অঙ্গীকার করেছেন।



এক সাথ-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে লেখা হয়েছে, আমাদের উদ্যোগে ইতিবাচক মোড়, আরও ৫৫০ পরিবারকে সহায়তা পৌঁছনোর সুযোগ এসেছে। এই উদ্যোগে যিনি উদার সমর্থন নিয়ে এগিয়ে এসেছে তাঁর গুণাবলী ও মূল্যবোধের পরিচয় রয়েছে পর্দার বাইরেও। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এত সুন্দর উপায়ে সুশান্ত স্মরণ করার জন্য ধন্যবাদ ভূমি পেডনেকর।
ভূমিও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বার্তা রিপোস্ট করেছেন।
প্রজ্ঞাও ওই পোস্ট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ভূমিকে ধন্যবাদ জানিয়েছেন।



এই পোস্টে রয়েছে ভূমির একটি বিশেষ বার্তা, যাতে লেখা- আমি এক সাথ ফাউন্ডেশনের মাধ্যমে আমার প্রিয় বন্ধুর স্মরণে ৫৫০ দুর্গত পরিবারকে অন্নদানের অঙ্গীকার করছি। আর্তদের প্রয়োজনে আরও বেশি সহানুভূতি ও ভালোবাসার আর্জিও জানিয়েছেন তিনি।

অভিষেক চৌবের সোনচিড়িয়া সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সুশান্ত ও ভূমি। চম্বলে শ্যুটিংয়ের সময় তাঁরা কীভাবে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন, তা এক মর্মস্পর্শী পোস্টের মাধ্যমে জানিয়েছেন ভূমি। তাঁর নোটবুকের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। দুজনের মধ্যে যা কিছু আলোচনা হত, তা ওই নোটবুকে টুকে রাখতেন ভূমি। সুশান্তর স্মরণে একটি কবিতাও লিখেছিলেন তিনি।


আর সুশান্তর সঙ্গে অভিষেক কপূরের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর সিনেমা কাই পো চে-র মাধ্যমে ২০১৩-তে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্তর। এরপর ২০১৮-তে কেদারনাথ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। এই সিনেমার মাধ্যমে অভিষেক হয় সারা আলি খানের।
সুশান্তর প্রয়ানে শোকবিহ্বল অভিষেক ও তাঁর স্ত্রী প্রজ্ঞা।