হৃতিক-কঙ্গনার লড়াই এবার বক্স অফিসে
Web Desk, ABP Ananda | 21 Jul 2018 03:52 PM (IST)
ফাইল ছবি
মুম্বই: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি অনেক হয়েছে। এবার হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাউতের লড়াই হতে চলেছে বক্স অফিসে। আগামী জানুয়ারিতে তাঁদের সম্মুখ সমর দেখা যাবে। ২০১৯-এর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’। একই দিনে মুক্তি পাবে হৃতিকের ‘সুপার ৩০’। কোন ছবি বক্স অফিসে সাফল্য পাবে, সেটা দর্শকরাই ঠিক করবেন। তবে চলচ্চিত্রপ্রেমীরা এখন থেকেই এই দুই তারকার লড়াই দেখার জন্য তৈরি হচ্ছেন। ‘মণিকর্ণিকা’ অবশ্য আগামী বছরে মুক্তি পাওয়ার কথা ছিল না। প্রথমে জানা গিয়েছিল, এ বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাবে। কিন্তু পরে বলা হয়, ১৫ অগাস্ট মুক্তির দিন ঠিক হয়েছে। সেটাও পিছিয়ে দেওয়া হয় সেপ্টেম্বরে। তবে আজ প্রযোজক কমল জৈন ট্যুইট করে জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে ‘মণিকর্ণিকা’। পটনার এক গণিতজ্ঞ আনন্দ কুমার প্রতি বছর আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার জন্য ৩০ জনকে প্রশিক্ষণ দেন। তাঁর জীবন অবলম্বনেই তৈরি হচ্ছে ‘সুপার ৩০’।