বাজিরাওয়ের চরিত্রে রয়েছেন অভিনেতা কর্ণ সূচক। কাশীবাঈ ঈশিতা গঙ্গোপাধ্যায় ও মস্তানি মেঘা চক্রবর্তী। ঢের বাছাই ও স্ক্রিন টেস্টের পর বঙ্গতনয়া মেঘা মস্তানির চরিত্রে নির্বাচিত হয়েছেন। ছোট পর্দায় মেঘা অবশ্য নতুন মুখ নন, এর আগে খোয়াবো কি জমিন পর ও বড়ি দেবরানি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
বাংলা টেলিভিশন চ্যানেলেও মুখ দেখিয়েছেন মেঘা। যত হাসি তত রান্নায় তাঁকে দেখা যায় রিনির চরিত্রে।