মুম্বই: বিনতা নন্দার পর এবার প্রবীণ বলিউড অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন অভিনেত্রী সন্ধ্যা মৃদূল। সম্প্রতি, টুইটারে #MeToo প্রচারে এক বিস্তারিত পোস্টের মাধ্যমে তাঁর ওপর হওয়া ওই হয়রানির ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী। সেখানে মৃদূল জানিয়েছেন, ওই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি নিজের কেরিয়ার প্রায় শুরু করছেন। অন্যদিকে, অলোক নাথ প্রতিষ্ঠিত। মৃদূল জানান, ওই ঘটনার ফলে, এই পেশার প্রতি তাঁর যে আস্থা ছিল, তা সেইসময় ভূলুণ্ঠিত হয়েছিল। মৃদূল এ-ও জানান, তিনি নির্যাতিতা হওয়া সত্ত্বেও তাঁকেই ভুগতে হয়েছিল। কারণ, অভিনেত্রীর দাবি, অলোক নাথ তাঁর সম্পর্কে সকলের কাছে নেতিবাচক মন্তব্য ও মিথ্যে অপপ্রচার করতে শুরু করেন। মৃদূল জানান, একটি টেলিফিল্মের শ্যুটিং করতে তিনি কোদাইকানাল গিয়েছিলেন। সহ অভিনেতা হিসেবে ছিলেন অলোক নাথ, যিনি তাঁর অন-স্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ছিলেন রীমা লাগু, যিনি ছিলেন মায়ের চরিত্রে।
এবার অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী সন্ধ্যা মৃদূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2018 04:49 PM (IST)