“মহম্মদ রফি? ও গাতে কম রোতে জাদা থে না?” ছবির শুরুর খানিক পরেই নায়িকা অনুষ্কা শর্মা এমনই একটি প্রশ্ন করেছেন রণবীর কপূরকে। রফির ছেলে শাহিদ রফি দাবি করেছেন, এই মন্তব্যের জন্য ছবির পরিচালক কর্ণ জোহরকে ক্ষমা চাইতে হবে, ছবি থেকে বাদ দিতে হবে ওই উক্তি। কেরিয়ারের শুরুতে রফি-কণ্ঠী হিসেবে নাম করা সোনু নিগমও টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন।
পাশাপাশি এক সংবাদপত্রে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেছেন, ভারতীয়রা এতদিন তাদের ভদ্রতার জন্য বিখ্যাত ছিল। যদি কেউ নিজের বাবা সম্পর্কে ঠাট্টা সহ্য করতে পারে, কিছু বলার নেই। কিন্তু বাবার কৃতিত্ব সম্পর্কে এ ধরনের মন্তব্যে রক্ত টগবগিয়ে ওঠে। রফি সাহেব তাঁর পাশাপাশি আরও বহু গায়কের সঙ্গীত সম্পর্কিত পিতা। ছেলে কী করে বাবার এমন অসম্মান সহ্য করবে?
সোনু মনে করছেন, যদি রণবীর অনুষ্কার কথার জবাব দিয়ে রফি সম্পর্কে অন্তত একটাও ভাল কথা বলতেন, তাহলে এ ধরনের আপত্তি উঠত না। কিন্তু যেভাবে উক্তিটি ছবিতে প্রতিষ্ঠা করা হয়েছে, তাতে তাঁর ঘোরতর আপত্তি রয়েছে।