কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
উচ্ছ্বসিত কঙ্গনা বারবার বললেন 'জয় শ্রী রাম'
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তাঁকে চিৎকার করে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শোনা যায়। অযোধ্যায় রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের অংশ ছিলেন তিনি। ভিডিও পোস্ট করে এদিন অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'রাম এসে গিয়েছেন'। এদিন অভিনেত্রীর পরনে ছিল ভারী জমকালো ঘিয়ে রঙের শাড়ি, কমলা ব্লাউজ। পোশাকে ছিল ভারী কারুকার্য। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গোলি চান্ডেল। কঙ্গনা রানাউত এদিন সুসজ্জিত রামমন্দিরের সামনে থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'এই জন্মভূমি হচ্ছে পরম পূজ্য শ্রী রামের... জয় শ্রী রাম।' আজকের মূল অনুষ্ঠানের দুই দিন আগে অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন কঙ্গনা। রবিবার তিনি সেখানে যজ্ঞে অংশ নেন এবং সাধুসন্ন্যাসীদের সান্নিধ্যে সময় কাটান। অনুষ্ঠান শুরুর আগে পিটিআইকে অভিনেত্রী বলেন, 'আমি এখানে আমার গুরু রামভদ্রচার্য্য জির সঙ্গে দেখা করতে এসেছি। ভগবান হনুমানের নামে বহু পুরোহিত আচার পালন করছেন ও মন্ত্রোচ্চারণ করছেন। এখানের শক্তি অসাধারণ। এটা আমার সৌভাগ্য যে এই অনুষ্ঠানের অংশ হতে পারছি। আমরা সকলেই রামলালা জির আগমনের প্রস্তুতি নিতে ব্যস্ত। গোটা অযোধ্যা সেজে উঠেছে ফুলে ফুলে তাঁকে স্বাগত জানাতে। ঈশ্বর রামচন্দ্র যেন আমাদের আশীর্বাদ করেন। জয় শ্রী রাম!'
পতাকা হাতে নাচ, ঘন ঘন রাজপাল যাদবের মুখে শোনা গেল 'জয় শ্রী রাম'
রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বিশেষ দিনে উচ্ছ্বসিত অভিনেতা রাজপাল যাদব। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একের পর এক ভিডিও। অভিনেতাকে গেরুয়া পতাকা হাতে আনন্দের নাচে মাততে দেখা গেল একটি ভিডিওয়। বারবার তাঁর মুখে শোনা গেল 'জয় শ্রী রাম' ধ্বনি। এরপরের একটি ভিডিওয় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। তার শেষেও বললেন 'জয় শ্রী রাম'। তাঁর আশেপাশের সকলেই মাতলেন আনন্দে। এরপর তাঁর আনন্দ উদযাপনের নানা মুহূর্তের কোলাজ দিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাঁর নাচের ভিডিও যদিও হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।