কলকাতা: লোকসভা নির্বাচনের টিকিট পাননি তিনি। নেই প্রচারের ব্যস্ততা। তবে অনুরাগীদের মধ্যে ভালবাসা ছড়াতে ভোলেননি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তীব্র দহনে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন রবিবার সকলের জন্য ভালবাসা পাঠালেন অভিনেত্রী, সঙ্গী ওরাংওটান (Orangutans)। কিন্তু তাতেও মিলল কটাক্ষ। অন্যদিকে, ২৯ এপ্রিল ছিল 'ওয়ার্ল্ড ডান্স ডে' (World Dance Day)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাচের বিভিন্ন স্মৃতি শেয়ার করে নিয়েছেন অনেকেই। দিন শেষে সেই ট্রেন্ডে গা ভাসালেন টলিউডের নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। নিজের নাচের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন একটি সিনেমারও স্মৃতি। দর্শকদের সঙ্গে সঙঅগে যে ছবির মুক্তির অপেক্ষা করছেন তিনি নিজেও। 'বিনোদিনী'। আজ বিনোদন দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি। 


 


কোলে চড়ে নুসরতকে আদর ওরাংওটাঙের, 'ঠোঁট দুটো একই', নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী


লোকসভা নির্বাচনের টিকিট পাননি তিনি। নেই প্রচারের ব্যস্ততা। তবে অনুরাগীদের মধ্যে ভালবাসা ছড়াতে ভোলেননি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তীব্র দহনে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন রবিবার সকলের জন্য ভালবাসা পাঠালেন অভিনেত্রী, সঙ্গী ওরাংওটান (Orangutans)। কিন্তু তাতেও মিলল কটাক্ষ। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন অভিনেত্রী নুসরত জাহান। ভিডিওয় দেখা যাচ্ছে সাদা টি-শার্ট ও হটপ্যান্ট পরে রয়েছেন অভিনেত্রী। আর তাঁকে জড়িয়ে কোলে চড়েছে এক ওরাংওটাং। গালে গাল ঠেকিয়ে আদুরে পোজে রয়েছে। ভালবেসে নুসরতের গালে একের পর এক চুম্বনও এঁকে দিল চারপেয়ে। ওরাংওটাঙের পরনে একটি হলুদ পোশাকও রয়েছে। ভিডিওয় লেখা, 'সেন্ডিং লাভ'। ভিডিওর ক্যাপশনে লেখা, 'খানিক ভালবাসা ও চুমু পাঠালাম... খুব ভাল রবিবার কাটুক...'।  তবে এই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের একাংশ কটাক্ষের ঝড় বইয়ে দেন কমেন্ট বক্সে। বেশিরভাগই মিল খুঁজে মেলেন দু'জনের ঠোঁটে। ওরাংওটাঙের ঠোঁটের সঙ্গে নাকি মিল রয়েছে নুসরতের ঠোঁটেরও, দাবি এমনই তাঁদের। এক নেটিজেন লেখেন, 'দু'জনের ঠোঁটটা একই রকম'। আবার একজন লেখেন, 'ঠোঁটটা দু'জনেরই এক'। কেউ লিখলেন, 'একরকম কেন লাগছে?' কেউ আবার লিখলেন, 'এত মিল কী করে হতে পারে? মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই বোন।' সকলেই যেন এক সুরে কটাক্ষ শানিয়েছেন নুসরত জাহানের দিকে। তবে এতসব কটাক্ষের জবাব দেননি অভিনেত্রী। এর মধ্যে অনেকেই ভিডিওটি 'মিষ্টি' বা 'আদুরে' বলেও কমেন্ট করেছেন। 


 






 


 নাচ করতে গিয়ে ছিঁড়ল পোশাক! কেমন ছিল রুক্মিণীর প্রথম দিনের কত্থক ক্লাস?


২৯ এপ্রিল ছিল 'ওয়ার্ল্ড ডান্স ডে' (World Dance Day)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাচের বিভিন্ন স্মৃতি শেয়ার করে নিয়েছেন অনেকেই। দিন শেষে সেই ট্রেন্ডে গা ভাসালেন টলিউডের নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-ও। নিজের নাচের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন একটি সিনেমারও স্মৃতি। দর্শকদের সঙ্গে সঙ্গে যে ছবির মুক্তির অপেক্ষা করছেন তিনি নিজেও। 'বিনোদিনী'। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারেই রুক্মিণী জানিয়েছিলেন, তিনি নাচ শিখতেন ছোটবেলা থেকেই। স্কুলের অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্সও করতেন তিনি। তবে 'বিনোদিনী'-কে ফুটিয়ে তুলতে কত্থক শিখতে হয়েছিল রুক্মিণীকে। প্রথমদিন কত্থক ক্লাসের একটি ছবিই শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। সেখানে তাঁর সালোয়ার ছেঁড়া! রুক্মিণী লিখেছেন, 'এটা ২০১৯-এর এক শীতকালের ছবি। সেই সন্ধের ছবি, যেদিন আমি প্রথম কত্থক ক্লাস করতে গিয়েছিলাম আর প্রথম দিনই সালোয়ার ছিঁড়ে ফেলেছিলাম। সেটাই ছিল বিনোদিনী-র জন্য প্রস্তুতি নেওয়ার প্রথম দিন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমায় নাচ শিখিয়েছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার অনেক ভাল-মন্দে তাঁরা আমার হাতটা ছাড়েননি। এই ছবিটা আমায় সেই প্রস্তুতির দিনগুলোর কথা মনে করায়। হ্যাপি ওয়ার্ল্ড ডান্স ডে।'রুক্মিণীর এই ছবিতে মনামী ঘোষ মন্তব্য করেছেন, 'কি মিট্টি এটা'। উত্তরে মনামীকে একটি হার্ট সাইন পাঠিয়েছেন রুক্মিণী। বাকি অনুরাগীরাও রুক্মিণীকে প্রশংসায় ভরিয়েছেন। বিনোদিনী ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তাঁর যে ছবি প্রকাশ্যে এসেছে এখনও পর্যন্ত, তা দর্শকদের জল্পনা বাড়িয়েছে বই কমায়নি। যদিও এখনও প্রকাশ্যে আসেনি বিনোদিনী মুক্তির দিন। রুক্মিণী এখন ব্যস্ত তাঁর নতুন ছবি বুমেরাং নিয়ে। 


 






আরও পড়ুন: Taapsee Arijit: বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী, অনুষ্ঠানের মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ! আজকের বিনোদনের সারাদিন