কলকাতা: সবাই যখন লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন, তখন তিনি বাছলেন এক্কেবারে অন্য পোশাক। লাল সাদা ঝলমলে লেহঙ্গা, সঙ্গে ভারি গয়না। শাঁখা, পলা, সিঁদুরে নজরকাড়া নুসরত জাহান (Nusrat Jahan)। সবাই যখন কলকাতার মণ্ডপে মণ্ডপে ব্যস্ত সিঁদুরখেলায়, তখন বাওয়ালি রাজবাড়ি থেকে সিঁদুরখেলার ছবি শেয়ার করলেন নায়িকা।

লাল ফুলহাতা কাজকরা ব্লাউজের সঙ্গে মানানসই সাদা লেহঙ্গা, ওড়নায় ঝলমলে সোনালি.. নুসরতের বিজয়া সাজে অন্যরকম ছোঁয়া। খোলা চুলে সৌন্দ্যর্য্য যেন বাড়িয়ে দিয়েছে সিঁথি ভরা সিঁদুর। গালেও আলতো সিঁদুরের ছোঁয়া নুসরতের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। ভারি গয়নায় নুসরত নজরকাড়া।

আরও পড়ুন: Rituparna Sengupta: উৎসব শেষে সিঁদুরখেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হল শেষ..., প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ.. "শুভ বিজয়া" 

 

 

এদিন বাওয়ালি রাজবাড়ি থেকে ছবি শেয়ার করেছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)-ও। কালো ডিজাইনার শেরওয়ানিতে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশানে যশ লিখেছেন, 'এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রেখো সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া।'