কলকাতা: চার বন্ধুর গল্প নিয়ে হাজির হবে 'আবার অরণ্যে দিন রাত্রি'। প্রকাশ্যে এল ছবির ট্রেলার ('Abar Awronne Din Ratri' Trailer Out)। শহরের এক হোটেলে আয়োজন করা হয় ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলী।


'আবার অরণ্যে দিন রাত্রি' ছবির ট্রেলার প্রকাশ


'আবার অরণ্যে দিন রাত্রি' ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। 'ইন্দো আমেরিকানা প্রোডাকশন' প্রকাশ্যে আনল এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। পোস্টার মুক্তি পেয়েছিল কয়েকদিন আগে, এবার দেখা গেল ট্রেলার। উত্তরবঙ্গের (North Bengal) হৃদয়ে চার বন্ধুর ভ্রমণের সফর হতে তৈরি হচ্ছেন দর্শক। অভিনয়ে পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়।


'আবার অরণ্যে দিন রাত্রি' ছবিতে নন্দিনী তার তিন বন্ধু, এনাক্ষী, শ্বেতা ও মিঠিকে নিয়ে উত্তরবঙ্গের ডুয়ার্সে পাড়ি দেয়, ভ্লগ করার উদ্দেশ্যে। যার নাম 'মুসাফিরানা'। সবুজে ভরা প্রকৃতি ও সুস্বাদু ক্যুইজিনের ফাঁকে, তারা ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুরু করে এবং নিজেদের মধ্যে গভীর সংযোগ স্থাপন করে। জঙ্গলের গভীরতার মধ্যে বাস্তব ঝাপসা হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের আবিষ্কার করতে শুরু করে, নতুন করে। নিজেদের জীবন ঢেলে নতুন করে সাজানোর শক্তি সঞ্চয় করে। সিনেমাজুড়ে তাদের অভিজ্ঞতা নিয়ে তৈরি এবং আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিতে শেষ হবে।


 






আরও পড়ুন: New Film Announcement: প্রথমবার পর্দায় সোহম-মধুমিতা-পরীমণি একসঙ্গে, 'ফেলু বক্সী' ছবির নাম ঘোষণা


এই চার চরিত্রের আবেগঘন যাত্রার কয়েক ঝলকের কোলাজ মেলে ছবির ট্রেলারে। সেই সঙ্গে রয়েছে ডুয়ার্সের চোখ ধাঁধানো সৌন্দর্য্য, যেখানে তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে। নতুন প্রজন্মের সাক্ষী এই ছবিকে এক অর্থে 'নারীবাদী' বলা যেতে পারে, যা মহিলাদের ক্ষমতায়ণের পক্ষে কথা বলে। যে মেয়েরা জীবন অন্বেষণ করতে, ভ্রমণ করতে এবং একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে বিশ্বকে দেখতে চায় তাদের জন্য এক প্রচেষ্টা এই ছবি। 'আবার অরণ্যে দিন রাত্রি' নিয়ে আসবে রহস্য, অ্যাডভেঞ্চার, থ্রিল, মজা, আনন্দ, গান সবই। ছবির পরিচালনা করেছেন সুমন মৈত্র। দেশজুড়ে এই ছবি মুক্তি পাবে ৫ এপ্রিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।