মুম্বই:অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুতে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় তাঁর অনুরাগীদের মনেও শোকের ছায়া। তরতাজা এই অভিনেতার মৃত্যুর পর এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা নিয়মিত তাঁর ছবি ও ভিডিও শেয়ার করছেন। এবার সুশান্তর ভাগ্নীও সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ ভিডিও শেয়ার করেছেন।
সুশান্তর পোষা কুকুর ফাজ-এর ভিডিও শেয়ার করেছেন অভিনেতার ভাগ্নী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুশান্তর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, 'ফাজ এখনও দুচোখে আশা নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকে'।


এই আবেগমথিত ক্যাপশন সুশান্তর অনুরাগীদের আবেগবিহ্বল করে তুলেছে।
উল্লেখ্য, সুশান্তর মৃত্যুর পর তাঁর পোষা কুকুর ফাজ-এর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এর আগেও ফাজ-এর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
সুশান্তের মৃত্যুর পর ফাজ-তে পরিবারের লোকজন পটনার বাড়িতে নিয়ে এসেছেন। ফাজ-কে খুব ভালোবাসতেন সুশান্ত। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবারই ফাজকে সুশান্তর সঙ্গে দেখা গিয়েছে।