মুম্বই: ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। সমালোচক ও দর্শক উভয়ের থেকেই মিশ্র প্রতিক্রিয়া (mixed reaction) পেয়েছে প্রভাস (Prabhas), কৃতী শ্যানন (Kriti Sanon) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত এই 'আধুনিক রামায়ণ' (Ramayan)। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ট্রোল ও মিমে। সমালোচনার সম্মুখীন হয়েছে ছবির সংলাপ ও ভিএফএক্স, রাবণের চরিত্রায়ণ প্রভৃতি। সম্প্রতি, রামানন্দ সাগরের (Ramanand Sagar) ছেলে প্রেম সাগর (Prem Sagar) 'আদিপুরুষ' ছবি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানালেন।


'আদিপুরুষ' প্রসঙ্গে প্রেম সাগরের প্রতিক্রিয়া


হনুমানের 'লঙ্কা দহন'-এর সময়ে ছবিতে যে সংলাপ রয়েছে তা খানিকটা এমন, 'তেল তেরে বাপ কা, কপড়ে তেরে বাপ কা অউর জলেগি ভি তেরে বাপ কি'। এই সংলাপ শুনে হেসে প্রেম সাগরের প্রতিক্রিয়া, 'ওম রাউত একটি মার্ভেল ছবি বানাতে চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় কিছু সৃজনশীল স্বাধীনতা নিয়েছিলেন কিন্তু শ্রীরামকে তিনি বুঝেছিলেন। একাধিক ধর্মগ্রন্থ পড়েছিলেন তিনি, তারপর কিছু বদল ঘটিয়েছিলেন, তবে কখনও তথ্য এদিক ওদিক করেননি।'


যখন তাঁকে এটা জানানো হয় যে এই ছবি তৈরি হয়েছে এযুগের যুব সমাজের কথা মাথায় রেখে, প্রেম বলেন, 'তাহলে ওঁদের উচিত ছিল ছবিটি ব্রিচ ক্যান্ডি বা কোলাবাতে দেখানো। বিশ্বজুড়ে মুক্তির প্রয়োজন ছিল না। মানুষের আবেগে আঘাত করা উচিত নয়। কৃত্তিবাসী বা একনাথও রামায়ণ তৈরি করেছিলেন কিন্তু তাঁরা কখনও বিষয় বদলে দেননি। হয়তো রং বা ভাষা বদলান, কিন্তু এখানে তো সব তথ্যই মনে হচ্ছে বদলে দেওয়া হয়েছে।'


রাবণের শিক্ষিত হওয়া প্রসঙ্গে, এবং তাঁকে যে কেবল একজন খল চরিত্র হিসেবে দেখানো উচিত নয়, সেই প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক লেখা অনুযায়ী, রাম নিজেও মানতেন যে রাবণ অত্যন্ত শিক্ষিত একজন... সৃজনশীল স্বাধীনতার নামে রাবণকে শুধুমাত্র একজন ঘৃণ্য ভিলেন হিসেবে দেখাতে পারে না কেউ।'


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


রামানন্দ সাগর কে?


যাঁরা জানেন না, তাঁদের উদ্দেশ্যে, দুরদর্শন চ্যানেলে সম্প্রচারিত রামানন্দ সাগরের 'রামায়ণ'কে বেশিরভাগ ক্ষেত্রেই এই মহাকাব্যের পর্দায় গ্রহণের মাপকাঠি ধরা হয়। এই সংস্করণ আজও ভারতীয় দর্শকের কাছে অনেক উঁচু স্তরে বিরাজ করে। ২০০৫ সালে প্রয়াত হন রামানন্দ সাগর। কিন্তু তাঁর কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত তিনি। গতকাল মুক্তিপ্রাপ্ত 'আদিপুরুষ' নিয়ে এবার মুখ খুললেন তাঁর ছেলে প্রেম সাগর।


প্রসঙ্গত, সমালোচনার মুখে পড়ে 'আদিপুরুষ' ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাসির নিজের সপক্ষে একাধিক যুক্তি এনেছেন। এখন দেখার বক্স অফিসে কেমন আয় করে এই ছবি।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial