কালীপুজো আসন্ন। শহরে শীতের স্পর্শ না পাওয়া গেলেও, গ্রাম বাংলায় গেলে হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। সকালবেলা ঘাসের উপর শিশির-বিন্দু, ছাতিমের গন্ধে হেমন্তের আবেশ আর রাতে শিরশিরে হাওয়া, জানান দিচ্ছে শীত এল বলে। বাংলা থেকে আজই আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় হচ্ছে। পুজোর শেষ থেকেই অতিবর্ষণে কার্যত নাজেহাল। অবশেষে এই বছরের মতো বর্ষা চলে যাচ্ছে। 


আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুসারে, আগামী সপ্তাহেই শীতের আমেজ আসতে পারে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে আবহাওয়ায় শীতের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ত্বকে রুক্ষতা আসছে। যাকে বলে শীতের টান !


দিনের তাপমাত্রা বাড়লেও, রবিবার থেকে কমবে রাতের তাপমাত্রা, বলছে আবহাওয়া দফতর। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকছে ।

যদিও আজও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় পরিষ্কার আকাশ। দিনে তাপমাত্রা বাড়লেও, রাতে নামবে পারদ।