এক অনুরাগী সেই ছবি ট্যুইট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার আঙুলে একটি আংটি। ছবিটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। আর এতে জল্পনার আগুনে ঘি পড়েছে। গুঞ্জন শুরু হয়েছে, গোপনে এনগেজমেন্ট সেরে ফেলেছেন রণবীর-দীপিকা।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দীপিকার আঙুলে যে আংটি দেখা গিয়েছে, তা এনগেজমেন্ট রিং হতে পারে।
খবর সত্যি হলে দীপ-বীরের অনুরাগীদের আহ্লাদে আটখানা হওয়াই স্বাভাবিক। যদিও গুঞ্জনটা সত্যি কিনা, যাঁরা জানাবেন, তাঁরা এখনও মুখই খোলেননি।