করাচি: পাকিস্তানের গ্বদর বন্দরে মোতায়েন থাকবে চিনে নৌ বাহিনীর জাহাজ। এক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে যে, বন্দর ও চিন-পাকিস্তানের ৪৬ বিলিয়ন ডলারের আর্থিক করিডোরের বানিজ্যিক পথের নিরাপত্তার জন্য পাক নৌবাহিনীর সঙ্গে মোতায়েন থাকবে চিনের নৌ বাহিনীর জাহাজ। পাকিস্তানের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, আরব সাগরের গ্বদর বন্দর থেকে জিনজিয়াং পর্যন্ত ৩,০০০ কিলোমিটার আর্থিক করিডোর তৈরির কাজ করছে চিন ও পাকিস্তান। এই আর্থিক করিডোরের ফলে চিনে তেল নিয়ে যাওয়ার নয়া ও অপেক্ষাকৃত স্বল্প ব্যয়ের পরিবহণ পথ পাওয়া যাবে। একইসঙ্গে এই পথ ধরেই মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় চিনের পণ্য রফতানি করা সম্ভব হবে।
পাকিস্তানের নৌবাহিনীর এক আধিকারিক বলেছেন, গ্বদর বন্দরের কাজ শুরু ও আর্থিক করিডোরের মধ্যে আর্থিক কার্যকলাপ জোরদার হওয়ার পর নৌবাহিনীর ভূমিকা বৃদ্ধি পেয়েছে। ওই আধিকারিক আরও বলেছেন, বন্দর ও আর্থিক করিডোরের বাণিজ্যিক কার্যকলাপের নিরাপত্তার জন্য পাক নৌবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে চিনও তাদের নৌ বাহিনীর জাহাজ মোতায়েন করবে।
এরফলে স্বাভাবিকভাবেই ভারত ও আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়বে। এ কথা মাথায় রেখেই অতীতে চিন গ্বদর বন্দরে তাদের নৌ জাহাজ মোতায়েনের বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক করিডোর ও গদ্বর বন্দর চিন ও পাকিস্তান-উভয় দেশেরই সামরিক ক্ষমতা বাড়িয়ে দেবে। এরফলে চিনের নৌ বাহিনী সহজেই আরব সাগরে বিচরণের সুযোগ পাবে।
গদ্বরে নৌঘাঁটি থাকলে ভারত মহাসাগর এলাকায় চিন তাদের জাহাজগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতি জন্য ওই বন্দরকে ব্যবহার করতে পারবে। এমনটা হলে দেশের বাইরে এই প্রথম চিনের নৌ বাহিনী পা রাখার সুযোগ পাবে।
ভারতের নৌশক্তি যথেষ্ট সুদৃঢ়। এই অবস্থায় মূলত ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ভারত মহাসাগর ও আরব সাগরে চিনের নৌ বাহিনীকে স্থান দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী পাক প্রতিরক্ষা আধিকারিকরা।
করাচিতে প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনীর অবকাশে ওই পাক আধিকারিক বলেছেন, গদ্বর বন্দরে চার থেকে ছটি যুদ্ধ জাহাজের স্কোয়াড্রন থাকতে পারে।
গ্বদর বন্দরে মোতায়েন হবে চিনের নৌ বাহিনীর জাহাজ, জানালেন পাক আধিকারিক
ABP Ananda, web desk
Updated at:
26 Nov 2016 08:09 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -