মুম্বই: বি-টাউনের গুঞ্জন তবে কি সত্যি হতে চলেছে? খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ? কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে বলিউডে।

প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বহুবার একফ্রেমে দেখা গিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটিকে। দুজনের সম্পর্কে ছেদ পড়েছে এমনও গুজব উঠেছিল। কিন্তু সে সব মিথ্যে প্রমাণ করে দিয়েছেন তারকা-জুটি। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি চার হাত এক হতে চলেছে দীপিকা-রণবীরের।

এই খবরে উচ্ছ্বসিত রণবীর ও দীপিকার অনুরাগীরা। তবে দুজনের পক্ষ থেকে এব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।