ইউলিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সলমনের জীবনে নতুন নারী ঊর্বশী রাউতেলা?
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘সনম রে’ অভিনেত্রী বেশ কয়েকবার সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছেন।
ভুলে যাওয়ার কথা নয়, ঊর্বশী সুলতান সিনেমায় প্রধান মহিলা চরিত্রে অভিনয়ের জোরদার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি। অনুষ্কা শর্মা ওই চরিত্রে অভিনয় করেছিলেন। খবরে বলা হয়েছে, ওই সময়ের থেকেই সলমনের আরও ঘনিষ্ঠ হয়েছেন ঊর্বশী।
ঊর্বশী প্রাক্তন মিস ইন্ডিয়া।
জানা গেছে, সম্প্রতি ঊর্বশীকে বেশ কয়েকবারই বলিউড ‘সুলতান’-এর বাড়ির সামনে দেখা গিয়েছে। এতেই জল্পনা ছড়িয়েছে যে, তাঁর সঙ্গে সলমনের রোমান্স গড়ে উঠছে।
বলিউডে সম্পর্ক ভাঙাগড়া নতুন নয়। কিন্তু কোনও তারকার সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ অনেক বেশি। এবার এমনই এক বলিউড তারকার সম্পর্ক নিয়ে নতুন জল্পনা দেখা দিয়েছে, যা অনেককেই চমকে দেবে। সলমন খানের জীবনে নতুন নারী কি ঊর্বশী রউতেলা! ইন্ডাস্ট্রি সূত্রের এমনটাই খবর।
সলমন এর আগে রোমানিয়ান অভিনেতা তথা টিভি সঞ্চালিকা ইউলিয়া ভেন্টুরের সঙ্গে গত কয়েক বছর ডেটিং করছিলেন সলমন। কিন্তু তাঁদের সম্পর্ক এখন আর আগের মতো জোরাল নয় বলেই গুঞ্জন। তাঁদের সম্পর্ক নাকি ভেঙেও গিয়েছে। এরপরই ঊর্বশীতে মজেছেন সলমন। যদিও এই জল্পনা সম্পর্কে ঊর্বশী বা সলমনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।