চেন্নাই: ভারতীয় সিনেমার কিংবদন্তি বলা হয় তাঁকে। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে সম্বোধন করে “থালাইভা” নামে। যার অর্থ “দ্য বস”। তামিল মহাতারকা সেই রজনীকান্তের ৭০তম জন্মদিন ছিল শনিবার। দিনভর শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসলেন রজনী। বার্তা প্রেরকদের তালিকায় নরেন্দ্র মোদি থেকে শাহরুখ খান, এ আর রহমান থেকে অক্ষয় কুমার, রাজনীতি ও সিনে দুনিয়ার তাবড় সব নাম।


তামিল সুপারস্টার রজনীকান্তকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ৭০ তম জন্মদিন ছিল রজনীকান্তের। অভিনেতা তথা রাজনীতিক রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে তিনি লিখেছেন, ‘প্রিয় রজনীকান্তজি, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।’

সুপারহিট “চেন্নাই এক্সপ্রেস” সিনেমায় রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়ে গোটা একটা গান বানিয়ে ফেলেছিলেন পরিচালক রোহিত শেট্টি। আর রজনীর সাজে ‘লুঙ্গি ডান্স’ গানে কোমর দুলিয়েছিলেন শাহরুখ। কিংগ খান শনিবার মজা করে ট্যুইট করেন, ‘জন্মদিনকে জানাই হ্যাপি রজনীকান্ত। একমাত্র থালাইভার কাছ থেকেই আর এক বছর অতিমানবীয় কীর্তি দেখতে চাই। রজনীকান্ত স্যার, আপনার সুস্বাস্থ্য ও খুশি কামনা করি। অনেক ভালবাসা রইল।’



এ আর রহমানও শুভেচ্ছা জানিয়েছেন রজনীকান্তকে। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘৭০ তম জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করি।‘ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ট্যুইট করেন, ‘পর্দায় অতিমানবীয় আর পর্দার বাইরে অসাধারণ মানুষ। আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি ধন্য স্যার। আপনার জন্মদিনে সুস্বাস্থ্য এবং আরও সুস্বাস্থ্য কামনা করি।’







এছারাও ডুলকার সালমান, রাঘাভা লরেন্স, কীর্তি সুরেশ, অদিতি রাও হায়দারি, সাক্ষী অগ্রবাল, পি এ রঞ্জিত, চিরঞ্জীবী, শিবাকার্থিকায়ণ এবং টোভিনো টমাসের মত অভিনেতা-অভিনেত্রীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রজনীকান্তের জন্মদিন বলে কথা, এদিন সকালেই তামিল সুপারস্টারের চেন্নাইয়ের বাসভবনের বাইরে জড়ো হন অসংখ্য অনুরাগীরা। প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁরা।