নয়াদিল্লি: ৪ সেপ্টেম্বর, বর্ষীয়ান অভিনেতা ঋষি কপূরের (Rishi Kapoor birth anniversary) ৭১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর 'অগ্নিপথ' (Agneepath) ছবির সহ-অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কলম ধরলেন প্রয়াত অভিনেতার জন্য। আবেগঘন পোস্টে 'চিন্টু স্যার'কে স্মরণ করলেন তিনি।
সঞ্জয় দত্তের স্মরণে 'চিন্টু স্যার'
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সঞ্জয় দত্ত। সেখানে দেখা যাচ্ছে মাঝে দাঁড়িয়ে 'মুন্নাভাই'। একপাশে ঋষি কপূর, অন্যদিকে রণবীর কপূর। মুখে চওড়া হাসি নিয়ে ছবি তুলেছেন তাঁরা। এই থ্রোব্যাক ছবি পোস্ট করে সঞ্জয় দত্ত লেখেন, 'চিন্টু স্যার পরিবারের থেকেও বেশি ছিলেন। তিনি একজন সেরা অভিনেতা এবং মানুষের সারমর্মকে মূর্ত করেছেন। ওঁর ছোঁয়াচে হাসি, গল্প ও অকৃত্রিমতা আমাদের একসঙ্গে বেঁধে রেখেছিল। ওঁর জন্মবার্ষিকীতে, তিনি যে শূন্যতা রেখে গেছেন তা স্পষ্ট, কিন্তু তাঁর স্মৃতির উষ্ণতা তাঁকে আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। মিস করি আপনাকে স্যার।'
এই পোস্টে ইন্ডাস্ট্রির অনেকেই লাইক ও কমেন্ট করেছেন। শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূর লেখেন, 'শুভ জন্মদিন ঋষি আঙ্কল, আমার হৃদয়ের সবটা দিয়ে সবসময় ভালবাসা তোমার জন্য।' প্রসঙ্গত, শক্তি কপূর ও ঋষি কপূর একসঙ্গে অজস্র হিট ছবিতে কাজ করেছেন। 'বোল রাধা বোল', 'নসীব', 'সরগম' তার মধ্যে অন্যতম।
স্মরণে ঋষি কপূর
ঋষি কপূরের 'আপ কে দিওয়ানে' ছবির সহ-অভিনেতা রাকেশ রোশনও একটি সাদা কালো ছবি পোস্ট করেন। লেখেন, 'চিন্টু, তোমাকে মিস করি বন্ধু, আজ ৪ সেপ্টেম্বর, উদযাপন করো।'
বাবার জন্মদিনে ছোট্টবেলার একটি ছবি পোস্ট করেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কপূরেও। বাবার কোলে খুদে ঋদ্ধিমা, পাশে নিতু সিংহ। মায়ের সঙ্গে ট্যুইনিং পোশাকে ঋদ্ধিমা, লিখলেন, 'পাপা কি কার্বন কপি'। অপর একটি ছবিতে লেখেন, 'শুভ জন্মদিন পাপা, আজ একটু বেশিই মিস করছি তোমাকে'।
আরও পড়ুন: Nabanita Das: 'জীবন পারফেক্ট না হলেও...', শাড়ি-শাঁখা-পলা-সিঁদুরে নবনীতা দাসের নতুন পোস্ট ভাইরাল
লিউকেমিয়া (রক্তের ক্যান্সার)-এ আক্রান্ত হন ঋষি কপূর। টানা ২ বছর ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে ৩০ এপ্রিল ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। নিউ ইয়র্কে চিকিৎসা চলছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial