নয়াদিল্লি: ১৩ অগাস্ট। অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন (Sridevi Birthday)। বলিউড ও দক্ষিণী ছবির অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন অভিনেত্রী। শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীর মানুষ তাঁর অভিনয়, তাঁর নাচের ভক্ত। তবে তিনি শুধু অভিনেত্রীই নন, তিনি দুই সন্তানের মা-ও বটে। প্রযোজক-পরিচালক বনি কপূর (Boney Kapoor) ও শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি (Janhvi Kapoor and Khushi Kapoor), দুই জনেই এখন বলিউডে নিজের নিজের যাত্রা শুরু করেছেন। জন্মদিনে 'মাম্মা'কে স্মরণ করলেন দুই বোন।
জাহ্নবী-খুশির পোস্টে শ্রীদেবীকে স্মরণ
জাহ্নবী কপূর এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মায়ের সঙ্গে একটি ছোটবেলার ছবি পোস্ট করেন। ছোট্ট জাহ্নবীকে জড়িয়ে ধরে রয়েছেন শ্রীদেবী। দুর্ধর্ষ বেনারসী শাড়িতে হাসিমুখের শ্রীদেবীর দিক থেকে চোখ সরানো দুষ্কর। অন্যদিকে একরত্তি জাহ্নবী নজর কাড়ছেন নীল লেহঙ্গায়।
ক্যাপশনে জাহ্নবী লেখেন, 'শুভ জন্মদিন মাম্মা। প্রত্যেকদিন তোমাকে আরও বেশি বেশি করে মিস করি। আই লভ ইউ।'
তাঁর পোস্টে উপচে পড়ে বলিউড তারকাদের কমেন্ট। মণীশ মলহোত্র, জোয়া আখতার, বরুণ ধবন সকলেই শ্রদ্ধা ও ভালবাসা জানান।
অন্যদিকে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূর বলিউডে পা রাখতে চলেছেন 'দ্য আর্চিস' ছবির হাত ধরে। মায়ের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন খুশি। মেয়ের গালে আদুরে চুম্বন এঁকে দিচ্ছেন খুশি।
বলিউডের 'চাঁদনি'
২০১৮ সালে নিজের হোটেল রুমে বাথটাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। পারিবারিক অনুষ্ঠানের জন্য দুবাইয়ে ছিলেন তিনি সপরিবারে। তবে শিল্পীর মৃত্যু হলেও রয়ে গেছে তাঁর সৃষ্টি।