এক চোখ বন্ধ করলে দেখতে পাই না, জানালেন রানা ডাগ্গুবাতি
Web Desk, ABP Ananda | 01 May 2017 05:20 PM (IST)
নয়াদিল্লি: বাহুবলী-খ্যাত তারকা রানা ডাগ্গুবাতির দৃষ্টিশক্তির সমস্যা আছে। তিনি এক চোখ বন্ধ করলে অন্য চোখে দেখতে পান না। একটি অনুষ্ঠানে নিজের চোখের সমস্যার কথা বলেছেন রানা। সেই ভিডিও ভাইরাল। রানা বলেছেন, ‘ওই অনুষ্ঠানে একটি বাচ্চা এসেছিল। টিউমার হওয়ায় তার মা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের উজ্জীবিত করার জন্য আমি নিজের সমস্যার কথা বললাম। বেশ কয়েক বছর আগে আমার আই ট্রান্সপ্ল্যান্ট হয়। খুব কম লোকই সেটা জানত। এতদিন পরে যে প্রকাশ্যে সে কথা বলতে হবে ভাবিনি। আমি আসলে প্রতিবন্ধী। এক চোখ বন্ধ করলে অন্য চোখে দেখতে পাই না। তবে এটা নিয়ে ভাবি না। প্রত্যেকেরই জীবনে এগিয়ে চলার শক্তি থাকা দরকার।’ রানা আরও বলেছেন, বাহুবলী ছবির শুটিং চলাকালীন অপর এক তারকা প্রভাস তাঁর দৃষ্টিশক্তি নিয়ে মজা করতেন। যুদ্ধের দৃশ্যের আগে প্রভাস তাঁকে জিজ্ঞাসা করতেন, তিনি কি টার্গেট দেখতে পাবেন? প্রতিবন্ধকতাকে জয় করেই তিনি এগিয়ে চলেছেন।