নয়াদিল্লি: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) মনোনয়ন ঘোষিত হয়েছে। এই বছরের অস্কারে (Oscars) ভারত থেকে একটা নয়, বরং তিন-তিনটে মনোনয়ন মিলেছে। ফলে সমস্ত ভারতবাসীই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে 'অস্কার ২০২৩' মূল অনুষ্ঠানের।


কোন কোন ছবি পেল 'অস্কার ২০২৩' মনোনয়ন?


'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) জেতার সপ্তাহখানেকের মধ্যেই এবার 'অস্কার ২০২৩'-এ মনোনয়ন পেল দক্ষিণী ব্লকব্লাস্টার 'আর আর আর' (RRR) ছবির 'নাটু নাটু' (Natu Natu) গান। এছাড়া শৌনক সেন পরিচালিত তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes) পেয়েছে মনোনয়ন 'সেরা তথ্যচিত্র' (Best Documentary) বিভাগে। 'বাফটা ২০২৩' মনোনয়নও পেয়েছে এই ছবি। অন্যদিকে, 'সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)' বিভাগে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স ডকুমেন্টারি 'দ্য এলিফ্যান্ট হুইসপারার'। এই তিনটিই ভারত থেকে মনোনীত হয়েছে।                                                                       


অভিনেতা অ্যালিসন উইলিয়ামস ও রিজ আহমেদ আজ, ২৪ জানুয়ারি, 'অস্কার ২০২৩'-এর মনোনয়নের তালিকা ঘোষণা করেন। ২৩ বিভাগে কে কে লড়াই করবে জানতে পারা গেছে। 


রইল মনোনয়নের তালিকা



  • সেরা অভিনেত্রী
    কেট ব্ল্যাঞ্চেট
    অ্যানা দে আরমাস
    অ্যান্ড্রিয়া রাইসবরো
    মিশেল উইলিয়ামস
    মিশেল ইয়ো


 



  • সেরা অভিনেতা
    অস্টিন বাটলার
    কলিন ফ্যারেল
    ব্র্যান্ডেন ফ্রেসার
    পল মেসকাল
    বিল নাই


 



  • সেরা ছবি
    অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
    অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার
    দ্য ব্যানশিস অফ ইনিশেরিন
    এলভিস
    এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
    দ্য ফেবলম্যানস
    তার
    টপ গান: ম্যাভেরিক
    ট্রায়াঙ্গল অফ স্যাডনেস
    ওম্যান টকিং


 







  • সেরা গান
    'অ্যাপ্লজ'
    'হোল্ড মাই হ্যান্ড'
    'লিফট মি আপ'
    'নাটু নাটু'
    'দিস ইজ এ লাইফ'


 



  • সেরা পরিচালক
    মার্টিন ম্যাকডোনা
    ড্যানিয়েল কন ও ড্যানিয়েল স্কিনার্ট
    স্টিভেন স্পিলবার্গ
    টড ফিল্ড
    রুবেন অস্টলান্ড


আরও পড়ুন: Oscar Nominations 2023: অস্কারের মঞ্চে 'নাটু নাটু'র লড়াই, 'সেরা গান' বিভাগে মনোনয়ন


১২ মার্চ '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হবে। এবারের সঞ্চালক জিমি কিমেল।