নয়াদিল্লি: 'অস্কার ২০২৩'-এর (Oscars 2023) প্রত্যেকটি ক্যাটেগরি (category) অর্থাৎ মোট ২৩টি ক্যাটেগরিই লাইভ টেলিকাস্ট করা হবে। মঙ্গলবার, এক আন্তর্জাতিক বিনোদন সংবাদ সংস্থাকে এই কথা জানিয়েছেন 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর (Academy of Motion Picture Arts and Sciences) সিইও বিল ক্রেমার (Bill Kramer)। ঠিক কী বলেছেন তিনি?


প্রত্যেকটি বিভাগই লাইভ টেলিকাস্ট হবে 'অস্কার ২০২৩'-এ


'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর সিইও বিল ক্রেমার বলেছেন, 'আমি নিশ্চিত করতে পারি যে সমস্ত বিভাগ লাইভ টেলিকাস্টে অন্তর্ভুক্ত করা হবে।'                                                                                       


২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মূল টেলিকাস্ট থেকে আটটি ভিন্ন ভিন্ন অস্কার বিভাগ - অরিজিন্যাল স্কোর, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ডকুমেন্টারি শর্ট, ফিল্ম এডিটিং, প্রোডাকশন ডিজাইন, অ্যানিমেটেড শর্ট, লাইভ অ্যাকশন শর্ট এবং সাউন্ড বাদ পড়ার পরে এই খবরটি প্রকাশ্যে আসে। গত বছর সব বিভাগ লাইভ টেলিকাস্ট না হওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সমালোচনার ঝড় ওঠে।                                                                                                                                               


ক্রেমার বলেছেন, 'আমরা এমন একটি শো করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা শিল্পী, শিল্প ও বিজ্ঞান এবং চলচ্চিত্র নির্মাণের সহযোগী প্রকৃতি উদযাপন করে। অ্যাকাডেমির লক্ষ্য এটাই, এবং আমি খুব আশাবাদী যে আমরা এমন একটি শো করতে পারব যা সিনেমা নির্মাণের সমস্ত উপাদানকে একটি বিনোদনমূলক এবং আকর্ষক উপায়ে উদযাপন করবে।'


তৃতীয়বার জিমি কিমেল 'অস্কার'-এর সঞ্চালক হয়ে ফিরবেন। ক্রেমার বলেন, 'লাইভ টেলিভিশন বোঝে এমন একজনকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখে আমার খুব ভাল লাগে। আমি মনে করি যে এই কাজটা বেশ কঠিন।'


আরও পড়ুন: Kriti-Prabhas Dating Rumours: বিয়ে করছেন কৃতী-প্রভাস? 'ভেড়িয়া' ঢঙে নিজেই উত্তর দিলেন অভিনেত্রী


এবারের অস্কারে আর কী কী পাবেন দর্শক? সিইও-র উত্তর, 'আমি এটাই বলব যে এবার অস্কারের ৯৫তম বর্ষ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি আমাদের ১০০তম বর্ষে পৌঁছনোর জন্য আকর্ষণীয় ছন্দ তৈরি করবে।' ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১২ মার্চ, ২০২৩ সালে, ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে 'ABC'-তে বিশ্বজুড়ে ২০০-টিরও বেশি অঞ্চলে।