নয়াদিল্লি: ফেব্রুয়ারির ৭ তারিখ হয়ে গেলেও, ঠান্ডা এখনও বেশ জমিয়েই রয়েছে। তার ওপর আজ থেকে আবার 'ভ্যালেন্টাইন্স উইক' (Valentine's week) শুরু। এই বিশেষ দিনগুলোতে যদি এমন কনকনে ঠান্ডায় বেরোতে না ইচ্ছে করে তাহলে বাড়ি বসেও উদযাপন করতে পারেন। আর যদি দু'জনেই সিনেমা প্রেমী হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই। ওটিটিতেই 'কোয়ালিটি' সময় (quality time) কাটিয়ে ফেলুন। অভিনব প্লট, দুর্দান্ত স্টোরিলাইন নিয়ে ওটিটি-তে কী কী মুক্তি (OTT Releases) পেল এই সপ্তাহান্তে রইল তার তালিকা। 


'দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার' (The Great Indian Murder)


এই সিরিজটি দেখতে পাওয়া যাবে 'ডিজনি প্লাস হটস্টার'-এ (Disney+ Hotstar)। এই অনুষ্ঠানটি 'সিক্স সাসপেক্টস' উপন্যাসের ওপর তৈরি হয়েছে। এই সিরিজের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বলিউড তারকা অজয় দেবগণ। পরিচালনা করেছেন বহু প্রশংসিত পরিচালক তিগমাংশু ধুলিয়া। সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের নাম শুনেই সিরিজ দেখার ইচ্ছে বেড়ে যেতে বাধ্য। অভিনয়ে আছেন প্রতীক গাঁধী, আশুতোষ রাণা, রিচা চড্ডা, রঘুবীর যাদব, পাওলি দাম সহ প্রমুখ। সিরিজটির নামেই স্পষ্ট এটি থ্রিলার ঘরানার। উচ্ছনে যাওয়া এক ছেলের হত্যার সিবিআই তদন্তে ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এর পরে, অসংখ্য ট্যুইস্ট, গল্পের বাঁক এবং সংস্করণে পূর্ণ একটি তদন্ত শুরু হয়। 


আরও পড়ুন: Lata Mangeshkar Demise: বিদায়বেলায় লতা মঙ্গেশকরের জন্য 'দোয়া' চাইলেন শাহরুখ খান, ভাইরাল ছবি


'ডিটেক্টিভ বুমরাহ' (Detective Boomrah)


এই সিরিজটি দেখা যাবে এমএক্স প্লেয়ারে (MX Player)। এই সপ্তাহে দীর্ঘ বিরতির পর একটি গোয়েন্দা সিরিজের প্রত্যাবর্তন ঘটল। এই সিরিজের প্রথম সিজন এখন দেখতে পাওয়া যাচ্ছে। রাজস্থানের এক হাভেলিকে হেরিটেজ হোটেলে পরিণত করা হয়েছে। সেখানের একটি তালাবদ্ধ ঘরে রহস্যজনকভাবে হাজির হওয়া একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার তদন্ত করতে শুরু করে একটি গোয়েন্দা জুটি। গোয়েন্দা বুমরাহ যখন একজন সেতারবাদক মেয়েকে দেখতে পান এবং একজন অজ্ঞাত আততায়ীর দ্বারা আক্রান্ত হন, তখন রহস্য আরও গভীর হয়। গোয়েন্দা বুমরাহের চরিত্রে অভিনয় করেছেন শুধাংশু রাই, তিনিই এই সিরিজের পরিচালকও বটে।


'লুপ লপেটা' (Looop Lapeta)


নেটফ্লিক্সের (Netflix) বহু প্রতীক্ষিত সিনেমা। অভিনয়ে তাপসী পান্নু ও তাহির রাজ ভাসিন। ছবির ট্রেলারেই স্পষ্ট ছিল যে এতে রহস্য, উত্তেজনা, মজা, সবকিছুর ভরপুর মিশেল মিলবে। ছবির একটা বড় অংশ সময়ের 'লুপ' অর্থাৎ জীবনচক্র বোঝাবে। যে 'লুপ'-এ সত্য ও সাভি দু'জনেই ফেঁসে গেছে। নিজের প্রেমিককে বাঁচানোর জন্য সাভিকে ৫০ মিনিটে ৫০ লক্ষ টাকা জোগাড় করতে হবে যাকে গুলি করে মেরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই সে জীবন ফিরে পায়, ঠিক যেন সময় থমকে গেছে। আকাশ ভাটিয়া পরিচালিত 'লুপ লপেটা' কমেডি এবং সাসপেন্সের নিখুঁত মিশ্রণে তৈরি।


'রকেট বয়েজ' (Rocket Boys)


সোনি লিভ-এর (Sony Liv) শো। এটি হল আমাদের দেশমাতৃকার দুই ছেলেকে শ্রদ্ধা জানিয়ে তৈরি - ডক্টর হোমি জাহাঙ্গির ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাই - যাঁদের ভারতের মহাকাশ অভিযানের পূর্বপুরুষ বলে মনে করা হয়। সিরিজটি মহান ভারতীয় বিজ্ঞানীদের জীবনের গভীরে গিয়ে দেখায় যাঁরা সব বাধা পেরিয়ে ভারতের মহাকাশ কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশী ভূমি এবং ভারত উভয়েই কাজ করেছেন। সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে ইশক সিংহ, জিম সার্ব, রেজিনা কাসান্ড্রা, রজিত কপূর, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ।


আরও পড়ুন: Boney Kapoor on Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত, শ্রীদেবীর সঙ্গে সুর সম্রাজ্ঞীর পুরনো ছবি শেয়ার বনি কপূরের


'মার্ডারভিল' (Murderville)


নেটফ্লিক্সের (Netflix) সিরিজ এটি। আন্তর্জাতিক সিরিজ বা শোয়ের ভক্ত যাঁরা, তাঁদের জন্য এটা 'মাস্ট ওয়াচ'। এটি খানিকটা স্ক্রিপ্টেড ক্রাইম কমেডি, খানিকটা তৈরি করা এক্সারসাইজ। এই সিরিজের প্রত্যেক পর্বে একজন করে তারকা অতিথি আসেন যাঁরা গোয়েন্দা টেরি সিয়াটেলের সঙ্গে হাত মিলিয়ে একটা করে হত্যারহস্যের কেস সমাধান করেন। একাধিক জটিল রহস্য, দুর্ধর্ষ কাস্টিং ও পছন্দের অতিথি আনা সত্ত্বেও কখনও খুব কঠিন বা সিরিয়াস হয়ে পড়ে না, কারণ মাঝেমধ্যেই একাধিক হালকা মেজাজের মজার মুহূর্ত রয়েছে সিরিজে। ফলে এই সিরিজটি একেবারেই মিস করা উচিত হবে না।