নয়াদিল্লি: সিনেপ্রেমীদের জন্য সুখবর। এই সপ্তাহে তাঁদের মনোরঞ্জনের জন্য ডালা সাজিয়ে রেখেছে একাধিক প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platforms)। নেটফ্লিক্সের 'কোটা ফ্যাক্টরি ৩' হোক বা 'ব্যাড কপ', কোন কোন শো এই সপ্তাহে মন মাতাবে দর্শকের। এই সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় কিছু ওটিটি শোয়ের তালিকা রইল। 


'কোটা ফ্যাক্টরি সিজন ৩' (Kota Factory Season 3)


নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আজই। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর ২০ জুন থেকে স্ট্রিমিং শুরু হল এই সিরিজের তৃতীয় সিজনের। রাজস্থানের কোটা শহরের ওপর প্রতিষ্ঠিত এই সিরিজের প্রথম দু'টি সিজন বিপুল জনপ্রিয়তা লাভ করে। বৈভব ও তার বন্ধুবান্ধবদের 'আইআইটি'র প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি সফর এবং তাতে জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)-এর সাহায্যের গল্প দেখা যায় এই সিরিজে। এবারের সিজনে নয়া সংযোজন তিলোত্তমা সোম।


'বিগ বস ওটিটি ৩' (Bigg Boss OTT 3)


জিও সিনেমায় ২১ জুন, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে ভারতবর্ষের সবচেয়ে চর্চিত ও সমালোচিত এই সিরিজ। রিয়েলিটি শোয়ের এই সিজনের সঞ্চালক হিসেবে প্রথমবার দেখা যাবে 'ঝক্কাস' অনিল কপূরকে। কে কে এবারের সিজনে প্রতিযোগী হিসেবে আসবেন, তা জানার অপেক্ষায় সাধারণ মানুষ।


'ব্যাড কপ' (Bad Cop)


২১ জুন মুক্তি পাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। কর্ণ, একজন নৈতিক ধূসর চরিত্রের পুলিশের গল্প বলবে এই ক্রাইম থ্রিলার। এই পুলিশ অফিসারকে দেখা যাবে আইন প্রয়োগকারীর জটিল এবং কঠোর বিশ্বে প্রবেশ করতে। নেতিবাচক চরিত্রের নাম কাজবে, যে অনেক বেশি শক্তিশালী। অভিনয়ে দেখা যাবে অনুপম কে সিন্হা, গুলশন দেবাইয়া, হরলিন শেঠি, অনুরাগ কাশ্যপকে।


'ট্রিগার ওয়ার্নিং' (Trigger Warning)


২১ জুন থেকে দেখা যাবে নেটফ্লিক্সে। জেসিকা আলবাকে দেখা যাবে স্পেশাল ফোর্স কমান্ডো পার্কারের চরিত্রে। বাবার অপ্রত্যাশিত মৃত্যুর খবরে নিজের বাড়ি ফিরতে বাধ্য হয় সে, এবং নিজের পাবের দায়িত্ব নেয়। গোটা গ্রাম এক হিংস্র দলের দখলে যাচ্ছে বুঝতে পারে সে, এবং খুব তাড়াতাড়িই তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। অ্যান্থনি মাইকেল হল, মার্ক ওয়েবার, জেক ওয়েরিকে দেখা যাবে অভিনয়ে। 


'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' (The Great Indian Kapil Show)


নেটফ্লিক্সে ২২ জুনের পর্বের অপেক্ষায় অনেকেই। এদিনই এই সিজনের শেষ পর্ব। মা মালা তিওয়ারির সঙ্গে হাজির হবেন বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান। যে টিজার প্রকাশ্যে এসেছে তাতে যে দর্শক এবার হেসে খুন হবেন তা বলাই বাহুল্য। 


আরও পড়ুন: Priyanka Chopra: বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার সাধের রেস্তোরাঁ 'সোনা', বিপদ বুঝেই কি সরে এসেছিলেন নায়িকা?


'আরানমানাই ৪' (Aranmanai 4)


২১ জুন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'আরানমানাই'-এর চতুর্থ পর্ব। জনপ্রিয় হরর কমেডির মুখ্য চরিত্রে দেখা যায় তামান্না ভাটিয়াকে। এছাড়াও সুন্দর, রাশি খান্না, যোগী বাবুকেও দেখা যায় এই তামিল ফ্র্যাঞ্চাইজির অন্যান্য মুখ্য চরিত্রে। ছবির গল্প মূলত এক মধ্যবয়স্ক ব্যক্তিকে কেন্দ্র করে যে নিজের বোনের মৃত্যুর কারণ খুঁজতে মরিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।