নয়াদিল্লি: এই সপ্তাহে মুক্তি পেয়েছে 'স্পেশাল অপস ১.৫'। এটি প্রথম সিজনের প্রিক্যুয়েল যা গত বছর মুক্তির পর বেশ আলোড়ন তৈরি করেছিল। এমনকী 'স্ক্যাম ১৯৯২'-এর মুক্তি পাওয়া পর্যন্ত নীরজ পাণ্ডের সৃষ্টি ও শিবম নাইয়ার পরিচালিত ওয়েব সিরিজটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছিল। সেই কারণে এর প্রিক্যুয়েল নিয়েও বেশ উত্তেজিত ছিলেন দর্শকরা। যদিও অনেকের মতে এই সিরিজের নাম হওয়া উচিত ছিল 'স্পেশ্যাল অপস ০.৫'।
আবারও কে কে মেনন, সকলের মন জয় করেছেন। হিম্মত সিংহের ভূমিকায় তাঁর জোয়ান বয়স বোঝাতে একাধিক প্রস্থেটিক ও ভিএফএক্সের ব্যবহার করা হয়েছে। বিনয় পাঠক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। যদিও আগের সিজনের মতো একটানা রহস্যের রেশ ধরে রাখতে খানিক ব্যর্থ হয়েছে এই সিরিজ, মত দর্শকদের।
কী কী সিরিজ ও সিনেমা আসছে অনলাইনে?
অরিজিনাল সিনেমা ধামাকা ও দুটো ওয়েব সিরিজ 'মৎস কাণ্ড' ও 'ইওর অনার ২' আসছে। এগুলিতে থাকবে থ্রিল, রহস্য ও অ্যাকশনের ভরপুর মিশেল।
ওটিটি-তে কোনও বড়পর্দার নায়ক নিয়ে তৈরি অরিজিনাল ছবি 'ধামাকা'। অভিনয়ে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। যদিও ওয়েব সিরিজ 'দ্য এন্ড'-এর ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন তাঁর ওয়েব সিরিজ 'রুদ্র'-র শ্যুটিং করছেন। এগুলি এখনই মুক্তি পাচ্ছে না। 'ধামাকা' ছবিটি একটু আলাদা কারণ এটি শ্যুটিং হয়েছিল মাত্র ১০ দিনে।
ছবিটির প্রোডাকশনের কাজ প্রায় শেষ। এবার এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এছাড়া এম এক্স প্লেয়ারে মুক্তি পাচ্ছে 'মৎস্য কাণ্ড' এবং 'ইওর অনার ২' মুক্তি পাবে সোনি লিভে। 'ইওর অনার ২'-এর হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেতা জিমি শেরগিল।
কবে কী মুক্তি পাচ্ছে?
মৎস্য কাণ্ড মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর, এম এক্স প্লেয়ারে
ধামাতা মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর, নেটফ্লিক্সে
ইওর অনার ২ মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর।