নয়াদিল্লি: রাশভারী বাবা আদৌ নন বলিউড তারকা অনিল কপূর।  সেই অনিলের বিরুদ্ধে মেয়ে সোনমের ফোনে উঁকি দেওয়ার অভিযোগ!  এমনই একটি ছবি দেখা গিয়েছে। ছবিতে অনিলকে মেয়ের ফোনে উঁকি দিতে দেখা গিয়েছে। পুরো ঘটনা নিয়ে দারুন মজা করেছেন অনিল কাপুর। 'ঝকাস' তারকা সেই ছবি ইন্সটাগ্রামে রিপোস্ট করেছেন।  রসবোধের জন্য খ্যাতি রয়েছে অনিলের। ছবির ক্যাপশনে লিখেছেন, অতিসাবধানী বাবা ধরা পড়ল ক্যামেরায়।




এতে অবশ্য কোনও আপত্তি নেই সোনমের 'বয়ফ্রেন্ড' আনন্দ আহুজার। তিনি লিখেছেন, এটা ঠিকই আছে।