মুম্বই:  মদ্যপান করা বর্তমান যুগের খুব সাধারণ একটি বিষয়। বড়লোক থেকে তারকা, উচ্চমধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত বর্তমানে প্রায় প্রত্যেকেই এই অভ্যাসের দাস। সেখানে পূজা ভট্টের মতো একজন স্বাধীনচেতা প্রযোজক- পরিচালক-অভিনেত্রীর পক্ষে এই অভ্যাস এককথায় ছেড়ে দেওয়া মোটেই সহজ বিষয় ছিল না। অথচ অভিনেত্রী নিজের চেষ্টায় সেই অভ্যাস আজ সম্পূর্ণ পরিত্যাগ করে সকলকে বলে দিয়েছেন সুস্থ থাকার এই অমোঘ চাবিকাঠিটি।


পূজা নিজেই বলেছেন তিনি জন্মসূত্রে স্কটিশ, তাঁর দাদু ছিলেন স্কটল্যান্ডের মানুষ, বাবা মহেশ ভট্টের লাগামহীন জীবনযাপন কারও অজানা নয়। সেই বাড়িতে বড় হয়ে মদ যে পূজার সঙ্গী হবে সেটাই স্বাভাবিক। পূজা নিজেই জানিয়েছেন একসময় তিনি সিঙ্গল মল্টের অর্ধেক বোতল একাই শেষ করে ফেলতে পারতেন। কিন্তু তিনি নিজেই আজ সেই নেশা থেকে সম্পূর্ণ মুক্ত।

গতবছর বড়দিনের দিন পূজা এই প্রক্রিয়া প্রথম শুরু করেছিলেন। নিজের ফোন সাইলেন্ট মোডে রেখে বাড়িতে বানানো খাবার খেয়ে নিজের দুটি পোষ্যকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরেরদিন সকালে উঠে পূজার উপলব্ধি নিজেকে দেওয়া তাঁর সবচেয়ে দারুন উপহার এটাই। এরপর নববর্ষেও একই কাজ করেন পূজা। শুধু মানুষকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছে তাঁকে, কেন তিনি মদ্যপান করবেন না। প্রসঙ্গত, এখন মহেশ ভট্টও ২৮ বছর হতে চলল মদ আর ছুঁয়ে দেখেননি। মানুষ চাইলে সবকিছুই সম্ভব হয়।