মুম্বই: বুধবার সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের ফল এখনও পর্যন্ত ১-১ এবং বুধবার তৃতীয় ম্যাচে যারা জিতবে, ট্রফি তাদেরই।

তার আগে ভারতীয় শিবির আত্মবিশ্বাসী। ক্রিকেটারেরা রয়েছেন ফুরফুরে মেজাজে। ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে মঙ্গলবার দেখা করলেন সলমন খান। বলিউডের তারকার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারকা পেসার। পরে ইনস্টাগ্রামে সলমনের সঙ্গে নিজের সেই ছবি পোস্ট করেন শামি। এবং মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সলমনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শামি লেখেন, ‘সলমন খানের সঙ্গে দারুণ সময় কাটালাম। অনেক ধন্যবাদ ভাই। দাবাং থ্রি-র জন্য শুভকামনা রইল।’



২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং সিরিজের তিন নম্বর মুভি – ‘দাবাং থ্রি’।