মুম্বই: পদ্মাবতী বিতর্কে সঞ্জয় লীলা বনশালীর পাশে দাঁড়াতে গিয়ে গীতিকার জাভেদ আখতার রাজপুত সমাজের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এক সাক্ষাৎকারে জাভেদ বলেছেন, রাজপুতরা ব্রিটিশের বিরুদ্ধে কখনও লড়েনি, তারা ইংরেজের হাতের পুতুল ছিল।
জাভেদ বলেন, রাজপুত আর রাজওয়াড়ারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কখনও অস্ত্র ধরেনি অথচ এখন তারা রাস্তায় নেমেছে একটি ছবি ও এক পরিচালকের বিরুদ্ধে। রাজস্থানের এইসব রানা, রাজা, মহারাজারা ২০০ বছর ধরে ব্রিটিশ রাজত্বের গোলাম ছিলেন। সে সময় তাঁদের রাজপুত সম্মান আর মর্যাদা কোথায় ছিল। তাঁরা তাদের রাজত্ব ধরে রেখেছিলেন ব্রিটিশদের গোলামি করার অঙ্গীকার করে।
পদ্মাবতীর বিরুদ্ধে প্রথম রাস্তায় নামা রাজপুত কার্ণি সেনা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। জানিয়েছে, রাজস্থানে জাভেদ আখতারের প্রবেশ নিষিদ্ধ করল তারা। এরপরেও যদি তিনি এ রাজ্যে আসার চেষ্টা করেন, তাঁকে রাস্তায় ফেলে পেটানো হবে। তাদের বক্তব্য, রাজপুতরা দেশের জন্য প্রাণ দিয়েছেন অথচ জাভেদ তাঁদের ইতিহাস নিয়ে বিদ্রূপের সাহস দেখাচ্ছেন, বলছেন, তাঁরা ব্রিটিশের গোলাম ছিলেন! জাভেদের কুশপুতুলও পোড়ায় এই সংগঠন।
পদ্মাবতী বিতর্ক: রাজপুতরা ছিল ব্রিটিশের দাস, বিতর্কিত মন্তব্য জাভেদ আখতারের, পেলেন হুমকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2017 10:36 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -