রাষ্ট্রসঙ্ঘে বড় জয় ভারতের, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দ্বিতীয়বার বিচারপতি হলেন ভারতের দলবীর ভাণ্ডারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2017 07:54 AM (IST)
রাষ্ট্রসঙ্ঘ: কূলভূষণ যাদব মামলা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচারাধীন থাকাকালীনই আন্তর্জাতিক এই আদালতে বড়সড় জয় পেল ভারত। ভারতীয় প্রার্থী দলবীর ভাণ্ডারী এখানে বিচারপতি পদে পুনর্নির্বাচিত হলেন। দলবীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রিটেনের ক্রিস্টোফার গ্রিনউড কিন্তু হার নিশ্চিত বুঝে ব্রিটেন তাঁর নাম প্রত্যাহার করে নেয়। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে দলবীর পান ১৮৩টি ভোট, নিরাপত্তা পরিষদের ১৫টি ভোটই যায় তাঁর ঝুলিতে। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে চলে এই ভোটাভুটি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ১৫ জন বিচারপতি থাকেন। এঁদের মেয়াদ ৯ বছর পর্যন্ত। প্রতি তৃতীয় বছরে এতে যুক্ত হন ৫ জন করে নতুন বিচারপতি। একজন বিচারপতি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পান। এ জন্যই বিচারপতি ভাণ্ডারীর সঙ্গে গ্রিনউডের ভোটের লড়াই চলছিল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ভাণ্ডারীর এই জয় ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। [embed]https://twitter.com/SushmaSwaraj/status/932716771685134338[/embed]