‘ধাক্কা এখনও সামলে উঠতে পারছি না’, পুরানো ছবি শেয়ার করে সুশান্তর মৃত্যুতে শোকপ্রকাশ পাক অভিনেতা আলি জাফরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2020 08:45 AM (IST)
গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংবাদ হতচকিত, শোকবিহ্বল করে তুলেছিল গোটা দেশকেই। তরতাজা এক প্রতিভাবান অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর অনেকেই প্রথমটা বিশ্বাস করতে পারছিলেন না।
মুম্বই: গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংবাদ হতচকিত, শোকবিহ্বল করে তুলেছিল গোটা দেশকেই। তরতাজা এক প্রতিভাবান অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর অনেকেই প্রথমটা বিশ্বাস করতে পারছিলেন না। এরপর এক সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে। রুক্ষ্ম বাস্তবটা মেনে নিতে এখনও কষ্ট হচ্ছে, ৩৪ বছরের তারকার অনুরাগী ও বন্ধুবান্ধব-আত্মীয় পরিজনদের। বহু সেলিব্রিটিই কাই পো চে-র তারকার এভাবে চলে যাওয়ার ঘটনায় মর্মবেদনা ও শোক প্রকাশ করেছেন। সম্প্রতি পাক অভিনেতা আলি জাফরও সুশান্তর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার সঙ্গে জাফর নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে জাফরকে সুশান্ত, রোহিনী আয়ার ও প্রযোজক শাবিন্নার সঙ্গে দেখা যাচ্ছে। তাঁদের সবার মুখেই হাসি। দেখেই বোঝা যাচ্ছে, দারুণ একটা সময় কাটিয়েছেন তাঁরা। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র অভিনেতার সঙ্গে নিজের দারুন সময় কাটানোর স্মৃতি রোমন্থন করে ‘মেরে ব্রাদার কি দুলহন’-এর অভিনেতা বলেছেন, সুশান্তর মৃত্য নিয়ে তিনি এখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। জাফর লিখেছেন, শাবিন্না এই ছবি শেয়ারের জন্য ধন্যবাদ। সেই রাতটা এখনও আমার স্পষ্ট মনে আছে। ইন্ডাস্ট্রিতে অন্যতম সুন্দর ও আন্তরিক মানুষ ছিলেন সুশান্ত। প্রাণবন্ত ও সদাই হাসিমুখ। তাঁর মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছি না। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে সুশান্তকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। রাবতা তারকা আত্মহত্যা করেছেন বলে খবর।