পরের ট্যুইটে রূপা লিখেছেন, ‘এরকম একজন ইতিবাচক ব্যক্তি এই পদক্ষেপ নিতে পারে, এটা নিয়ে না ভেবে আমরা কি একজন শিল্পীর আত্মহত্যা নিয়ে বেশি আলোচনা করছি?’
পরবর্তী ট্যুইটে রূপা লিখেছেন, ‘পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমত্তা। আমরা কি করে দায় এড়িয়ে একটি উজ্জ্বল মনের অধিকারী ব্যক্তির এভাবে চলে যাওয়া মেনে নিচ্ছি? আমার অবিশ্বাস বাস্তবকে ছাপিয়ে যাচ্ছে। তাই প্রশ্নের উত্তর দিতেই হবে।’ এরপর একাধিক নথি দিয়ে রূপা দাবি করেছেন, সুশান্তের আত্মহত্যা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো তাঁকে খুন করা হয়েছে। সেই কারণেই তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
মুম্বই পুলিশ ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। পাশাপাশি অনেকে সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকেও দায়ী করেছেন। বিহারের আদালতে রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সলমন খান, কর্ণ জোহরদের বিরুদ্ধেও একই আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই অভিনেতার মৃত্যু বলিউড তারকাদের কার্যকলাপ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।