ভারতীয় মুদ্র্রায় ১৩ হাজার টাকার ওপর, গির্জায় মাস্ক না পরে যাওয়ায় কোন দেশের প্রধানমন্ত্রীর জরিমানা হল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2020 07:29 AM (IST)
সম্প্রতি একটি গির্জায় সফরে গিয়ে সুরক্ষামূলক মাস্ক পরার নির্দেশ ভাঙায় জরিমানা করা হবে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোয়কো বরিসোভকে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর ৩০০ লেভ (১৭৪ মার্কিন ডলার) জরিমানা হবে।
সোফিয়া: সম্প্রতি একটি গির্জায় গিয়ে সুরক্ষামূলক মাস্ক পরার নির্দেশ ভাঙায় জরিমানা করা হবে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোয়কো বরিসোভকে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর ৩০০ লেভ (১৭৪ মার্কিন ডলার) জরিমানা হবে। ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমাণ ১৩ হাজার টাকার ওপর। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বুলগেরিয়াতেও। গত সপ্তাহেই দেশে করোনা আক্রান্তের সংখ্যায় সাপ্তাহিক বৃদ্ধি সবচেয়ে বেশি হওয়ার পর এই বলকান দেশের স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ সোমবার সমস্ত ইনডোর জমায়েত স্থলে জনগনকে ফের মাস্ক পরা শুরু করার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে,রিলা মোনাস্ট্রির গির্জায় প্রধানমন্ত্রীর সফরের সময় যাঁরা সুরক্ষামূলক মাস্ক পরেননি, তাঁদের জরিমানা করা হবে। মন্ত্রক জানিয়েছে, সাংবাদিক, চিত্রগ্রাহক ও ক্যামেরার সঙ্গে যুক্ত লোকজন সহ যাঁরাই মাস্ক ছাড়াই প্রধানমন্ত্রীর সঙ্গে গির্জায় গিয়েছিলেন, তাঁদের জরিমানা করা হবে। তবে যে পাদ্রীরা মাস্ক পরেননি, তাঁদেরও আর্থিক জরিমানা করা হবে কিনা, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রক কিছু জানায়নি। দক্ষিণ সোফিয়ার রিলা পর্বতের ইস্টার্ন অর্থোডক্স রিলা মোনাস্ট্রি প্রায় ১০০০ বছরের বেশি পুরানো। রঙিন ফ্রেসকো-র জন্য তা বিখ্যাত এবং তা বুলগেরিয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক সহ কঠোর লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তুলনামূলকভাবে ভালো ফল পেয়েছে বুলগেরিয়া। ওই বিধিনিষেধ চলতি মাসে শিথিলের কাজ শুরু করেছে বুলগেরিয়া। কিন্তু এরইমধ্যে সেখানে গত সপ্তাহে নতুন করে ৬০৬ কোভিড-১৯ আক্রান্তের হদিশ মেলে। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৯৮৪। মৃত্যু হয়েছে ২০৭ জনের। এরপরই কর্তৃপক্ষ ট্রেন ও বাস সব সমস্ত ইনডোর জনস্থানে মাস্ক পরা ফের বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানাল সে দেশের কর্তৃপক্ষ।