পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা নয়, তবে এখন দেশের পাশে দাঁড়ানো উচিত্:অজয় দেবগন
Web Desk, ABP Ananda | 22 Oct 2016 05:24 PM (IST)
মুম্বই: পাক শিল্পীদের নিয়ে বিতর্কের মাঝে তাঁদের প্রতি কিছুটা নরম মনোভাব দেখালেন বলিউড অভিনেতা অজয় দেবগন। তিনি মনে করেন এই মুহূর্তে দেশের দাবির সঙ্গে সহমত হয়ে সীমান্তের ওপারের শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হলেও, পরে তাঁদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আপত্তি তুলে নেওয়া উচিত্। তিনি মনে করেন, পাক শিল্পীদের সঙ্গে কাজ করলে, যথেষ্ট ভাল কাজ উপহার পায় বলিউড। অজয়ও তাঁর বলিউডি কেরিয়ারে একাধিক পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তাঁর ছবি ‘কাচ্চে ধাগে’-তে নুসরত ফতেহ আলি খান সুর দিয়েছিলেন। অজয়ের দাবি, তাঁর সবকটি ছবির মধ্যে এটা অন্যতম সেরা ছিল। এছাড়া পাকিস্তানি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে সম্প্রতি যে বিতর্ক চলছিল, সেপ্রসঙ্গে অজয় মনে করেন, এইমুহূর্তে দেশের যা পরিস্থিতি, সেখানে এধরনের দাবি উঠতেই পারে। কারণ সীমান্তে যখন সেনা জওয়ানরা দেশের স্বার্থে বলিদান দিচ্ছে, তখন নির্বিকার ভাবে কেউ পাক শিল্পীদের সঙ্গে একসঙ্গে কাজ করে যেতে পারেন না। একইরকম নিষেধাজ্ঞা সীমান্তের ওপারেও চালু হয়েছে। তবে অজয় দেবগন মনে করেন, এই পরিস্থিতি পাকাপাকি ভাবে থাকা উচিত্ নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ফের স্বাভাবিক হলে, দুদেশেরই উচিত্, তাঁদের শিল্পীদের সঙ্গে কাজ করা।