মুম্বই: টাইগার শ্রফের প্রশংসায় পঞ্চমুখ শিল্পা শেঠি। জ্যাকি-পুত্রের ফিটনেসের প্রতি আগ্রহ মুগ্ধ করেছে তাঁকে। শিল্পা জানিয়েছে, তাঁর ছেলে তো টাইগারের বড় ফ্যান।

শিল্পা জানিয়েছেন, টাইগারকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি। ও সিনেমায় নামার আগে থেকেই ওকে চিনি।ওকে আমি পছন্দ করি। একটা সময় সমুদ্রের ধারে থাকতাম। সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা অভ্যেস আমার। সেই ভোরবেলাতেই আমার বাড়ির সামনে ওকে মার্শাল আর্ট অনুশীলন করতে দেখতাম।

শুধু সকালই নয়, সন্ধেতেও ও একইভাবে অনুশীলন করত বলে জানিয়েছেন শিল্পা। বলিউড অভিনেত্রী বলেছেন, টাইগার তো আমার কাছে বাচ্চাই। কারণ ওকে আমি ছোট থেকে দেখে আসছি। আমি ওকে ‘ফিটনেস জঙ্গলের বাঘ’ বলে ডাকি।

নিজের নতুন হেল্থ ওয়েবসাইট লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেছেন শিল্পা। টাইগারও ছিলেন অনুষ্ঠানে। ২৬ বছরের এই অভিনেতা বলেছেন, শিল্পা শেঠির ছেলেকে আমি খুব পছন্দ করি। ও তো আসল ‘ফ্লাইং জাঠ’।

টাইগার আরও বলেছেন, তিনি ‘ডায়েট’ শব্দের ব্যবহার পছন্দ করেন না। ফিটনেসটা সম্পূর্ণ মানসিক বলেও মন্তব্য করেছেন তিনি। কেউ খুশি থাকলেই, ফিট থাকতে পারেন।