কলকাতা: দুটি মানুষ যেন দুই পৃথিবী। একজন এক্কেবারে কড়া, নিয়মমাফিক, পড়াশোনায় ভালো, চাকুরীজীবী... অন্যজন আবার উল্টো। রাত গড়ালেই পার্টি, মদ আর বন্ধু... কেমন হবে এমন ২টো মানুষের যদি বিয়ে হয়? এই গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলবেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee)। ছবির নাম পাকা দেখা (Paka Dakha)। 


আজ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রেমেন্দু বিকাশ চাকির (Premendu Bikash Chaki) পরিচালনায়, সোহম চক্রবর্তী ও শুভমের (Soham Chakraborty and Subham) পরিবেশনায় আসছে নতুন ছবি 'পাকা দেখা'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), দোলন রায় (Dolon Roy)ও দীপঙ্কর দে (Dipankar Dey)-কে। ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস' (Soham's Entertainment and Sonom Movies)। 


আরও পড়ুন: Sayani Palit: হঠাৎ দেখা, তারপরেই বঙ্গকন্যাকে গান রেকর্ড করতে বলেছিলেন শঙ্কর-এহসান-লয়


ছবির ট্রেলার বলছে, এই গল্প মজার মোড়কে ২টি পরিবারে বৈপরিত্যের গল্প। কেবল পাত্র বা পাত্রী নয়, চরম বৈপরীত্য দুই পরিবারের মধ্যে। সোহম ব্যাঙ্কে চাকুরীজীবী, শান্ত.. ভীষণ নিয়মমাফিক জীবন তাঁর। অন্যদিকে নিজের জীবনে চরম উৎশৃঙ্খল সুস্মিতা। এই দুজনের বিয়ের ঠিক হয় গল্পে। কিন্তু দুজনের পরিবার একেবারে ভিন্ন। সোহমের পরিবার যথেষ্ট উৎশৃঙ্খল আর সুস্মিতার পরিবার যথেষ্ট পরিশীলত। এই দুই পরিবারের সমীকরণ কেমন হবে সেই গল্পই পর্দায় তুলে ধরবে 'পাকা দেখা'। ছবি মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।