হাতে ছবি না থাকলেও বহু ছবিতে অভিষেকের কাজের সম্ভাবনা নিয়ে কথা শোনা যাচ্ছিল। স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে অনুরাগ কাশ্যপের ছবি, রাম গোপাল ভার্মার ছবি ইত্যাদি। প্রভুদেবা জানিয়েছেন, অভিষেকের সঙ্গে লেফটি নামে ছবি করছেন, প্রিয়দর্শন বলেছেন, বচ্চন সিং নামে একটি ছবিতে অভিষেককে নিচ্ছেন তিনি।
কিন্তু কোনও খবরই কনফার্ম করেননি বচ্চন জুনিয়র। অবশেষে তিনি জানালেন, ছবি করছেন তিনি, জে পি দত্তের পল্টন। সেই জে পি, যাঁর রিফিউজি ছবিতে অভিষেকের বলিউডে অভিষেক হয়েছিল।
বর্ডারের মত পল্টনও সম্ভবত যুদ্ধের ওপর ছবি। ছবির পোস্টারেই তা স্পষ্ট।