Entertainment News: ‘পঞ্চায়েত’ সিরিজের অভিনেতা আসিফ খানকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিছুদিন আগেই। হঠাৎ বুকে ব্যথায় অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। প্রাথমিক খবরে জানা গিয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা আসিফ খান (Asif Khan)। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে আসিফ খান জানান যে হৃদরোগের কারণে (Panchayat Actor Asif Khan) তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং তিনি স্পষ্টই জানিয়েছেন ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।
কোন অসুখে ভুগছেন আসিফ ?
এক সংবাদমাধ্যমের আলাপচারিতায় আসিফ খান জানিয়েছেন তাঁর স্বাস্থ্যের কথাও। তিনি স্পষ্ট করে সকলের উদ্দেশ্যে বলেন যে তাঁর হার্ট অ্যাটাক হয়নি। তাঁর মূল সমস্যা ছিল গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স যার লক্ষণগুলি সম্পূর্ণ হার্ট অ্যাটাকের মতই ছিল। তিনি এখন সম্পূর্ণরূপে সুস্থ। আসিফ খান যে সময় গাড়ি চালিয়ে রাজস্থানে তাঁর বাড়ি থেকে মুম্বইয়ের পথে যাচ্ছিলেন, তখন সমস্যা শুরু হয়। মুম্বই আসার পরেই হঠাৎ বুকে ব্যথা হয় তাঁর এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপরে হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার সময় বলা হয় যে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। এই খবরে তাঁর অনুরাগীরাও আহত হয়েছিলেন। এখন আসিফ সুস্থ হয়ে ঘরে ফেরায় অনুরাগীরাও নিশ্চিন্ত।
চিকিৎসক দিয়েছেন এই পরামর্শ
চিকিৎসকেরা আসিফ খানকে জীবনযাত্রায় বদল আনার জন্য পরামর্শ দিয়েছেন। বিশেষ করে তাঁকে তাঁর খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে বলেছেন। ডাক্তাররা জানিয়েছেন যে তাঁকে খাওয়া-দাওয়ার উপরে নজর রাখতে হবে। ডাল-বাটি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন ডাক্তাররা। এর সঙ্গে তাঁকে কম পরিমাণে আমিষ খাবার খাওয়ারও পরামর্শ দেওয়া হয়। বেশি করে ওয়ার্ক আউট করার নিদানও দেওয়া হয়েছে আসিফ খানকে।
মাত্র ৩৪ বছর বয়স আসিফ খানের। এরই মধ্যে তিনি ‘পাতাললোক’, ‘পঞ্চায়েত’, ‘মির্জাপুর’-এর মত জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন। জানা গিয়েছে যে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন আসিফ। এই পোস্টে তিনি লেখেন, ‘গত ৩৬ ঘণ্টায় যা দেখলাম, তাতে বুঝলাম, জীবন খুব ছোট। একটি দিনও নষ্ট করবেন না। যে কোনও মুহূর্তে সব পাল্টে যেতে পারে। যা পেয়েছেন জীবনে, যতদূর আসতে পেরেছেন, কৃতজ্ঞ থাকুন। জীবনে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করুন। তাঁদের প্রতি যত্নশীল হোন। জীবন একটি উপহার, আমরা ধন্য'। তাঁর এই পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।