নয়াদিল্লি: দাম্পত্য জীবনের ১৭ বছর পূর্ণ। বিশেষ দিনে স্ত্রীয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে উইশ করলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর (Mridula Tripathi) সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা।


ইনস্টাগ্রামে শনিবার 'সেক্রেড গেমস' (Sacred Games) অভিনেতা একাধিক ছবি পোস্ট করেন। বিয়ের দিনের কিছু 'থ্রোব্যাক' ছবিও ছিল তার মধ্যে। ক্যাপশনে হিন্দি হরফে অভিনেতা লেখেন, 'আজ সতেরো বছর পেরিয়ে গেছে এই পরিণয় সূত্রে। এই মনোরম যাত্রার কিছু স্মৃতি। ধন্যবাদ।'


 






তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা। শুভেচ্ছা জানান একাধিক টিনসেল তারকাও। কমেন্ট করেন অনুরাগ কাশ্যপ, সিদ্ধান্ত চতুর্বেদী, যতীন সারনা, রসিকা দুগল প্রমুখরা। ২০০৪ সালের ১৫ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পঙ্কজ ত্রিপাঠী ও মৃদুলা ত্রিপাঠী। তাঁদের এক কন্যা সন্তান আছে, আশি।


আরও পড়ুন: Bollywood Celebrities Update: মায়েদের জন্মদিন, আবেগঘন পোস্ট 'ধামাকা' তারকা কার্তিক ও ম্রুণালের


হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর কাজের অনুরাগী আট থেকে আশি। কিছুদিন আগেই কলকাতা থেকে শ্যুটিং সেরে ফিরেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'শেরদিল'-এর কাজে শহরে আসেন তিনি।